মিরপুরে রিকশাচালক খুন
নিজস্ব প্রতিবেদক | ২ জানুয়ারি, ২০১৯ ০০:০০
রাজধানীর মিরপুরে আতিকুল ইসলাম (২১) নামের এক রিকশাচালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার ভোরে মিরপুরের পল্লবীতে তাকে কুপিয়ে জখম করা হয়। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আতিকুল সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার বলাই শিমলা গ্রামের মো. ওসমান পরামাণিকের ছেলে। মিরপুর ১২ নম্বর সেকশন পল্লবী ডি ব্লকে একটি রিকশার গ্যারেজে থাকতেন তিনি।
তার বড় ভাই রাশিদুল জানান, ভোরে এক পরিচিত ব্যক্তির মাধ্যমে ফোনে জানতে পারেন আতিকুলকে কারা যেন ছুরিকাঘাত করেছে। পরে তিনি দ্রুত ঢাকায় এসে পল্লবী থানায় আতিকুলের মৃতদেহ দেখতে পান। কে বা কারা তার ভাইকে হত্যা করেছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি। পল্লবী থানার ওসি নজরুল ইসলাম জানান, হত্যাকা-ের বিষয়ে তদন্ত চলছে।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২ জানুয়ারি, ২০১৯ ০০:০০

রাজধানীর মিরপুরে আতিকুল ইসলাম (২১) নামের এক রিকশাচালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার ভোরে মিরপুরের পল্লবীতে তাকে কুপিয়ে জখম করা হয়। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আতিকুল সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার বলাই শিমলা গ্রামের মো. ওসমান পরামাণিকের ছেলে। মিরপুর ১২ নম্বর সেকশন পল্লবী ডি ব্লকে একটি রিকশার গ্যারেজে থাকতেন তিনি।
তার বড় ভাই রাশিদুল জানান, ভোরে এক পরিচিত ব্যক্তির মাধ্যমে ফোনে জানতে পারেন আতিকুলকে কারা যেন ছুরিকাঘাত করেছে। পরে তিনি দ্রুত ঢাকায় এসে পল্লবী থানায় আতিকুলের মৃতদেহ দেখতে পান। কে বা কারা তার ভাইকে হত্যা করেছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি। পল্লবী থানার ওসি নজরুল ইসলাম জানান, হত্যাকা-ের বিষয়ে তদন্ত চলছে।
শেয়ার করুন