শান্তিরক্ষা মিশন
সুদান গেলেন ১৪০ পুলিশ সদস্য
নিজস্ব প্রতিবেদক | ২৬ মে, ২০১৯ ০০:০০
জাতিসংঘের দারফুর শান্তিরক্ষা মিশনে যোগ দিতে বাংলাদেশ পুলিশের ১৪০ সদস্যের একটি দল ঢাকা ছেড়েছে। গতকাল শনিবার ভোরে জাতিসংঘের ভাড়া করা একটি বিমানে সুদানের দারফুরের নায়লার উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তারা। এ সময় পুলিশ সদর দপ্তরের ইউএন অ্যাফেয়ার্স শাখার কর্মকর্তারা জাতিসংঘ মিশনগামী এই সদস্যদের বিমানবন্দরে বিদায় জানান।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা দেশ রূপান্তরকে জানান, এই পুলিশ সদস্যরা ১২ মাসের জন্য শান্তিরক্ষা মিশনে থাকবেন।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২৬ মে, ২০১৯ ০০:০০

জাতিসংঘের দারফুর শান্তিরক্ষা মিশনে যোগ দিতে বাংলাদেশ পুলিশের ১৪০ সদস্যের একটি দল ঢাকা ছেড়েছে। গতকাল শনিবার ভোরে জাতিসংঘের ভাড়া করা একটি বিমানে সুদানের দারফুরের নায়লার উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তারা। এ সময় পুলিশ সদর দপ্তরের ইউএন অ্যাফেয়ার্স শাখার কর্মকর্তারা জাতিসংঘ মিশনগামী এই সদস্যদের বিমানবন্দরে বিদায় জানান।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা দেশ রূপান্তরকে জানান, এই পুলিশ সদস্যরা ১২ মাসের জন্য শান্তিরক্ষা মিশনে থাকবেন।
শেয়ার করুন