শিল্পকলায় স্মারক বক্তৃতা
‘বঙ্গবন্ধুকে মুছে ফেলা সম্ভব নয়’
নিজস্ব প্রতিবেদক | ২১ আগস্ট, ২০১৯ ০০:০০
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে ‘বঙ্গবন্ধু স্মারক বক্তৃতামালা’র দ্বিতীয় পর্ব। এদিন বিকেল ৪টায় একাডেমির জাতীয় নাট্যশালা সেমিনার কক্ষে স্মারক বক্তৃতা প্রদান করেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। ‘মানবিক দর্শনের ঋদ্ধ মানুষ : শেখ মুজিবুর রহমান’ শিরোনামে বক্তৃতায় বঙ্গবন্ধুর জীবনের নানা দিক তুলে ধরেন তিনি। সেলিনা হোসেন বলেন, ‘ইতিহাস কখনো মুছে ফেলা যায় না। বাঙালির ইতিহাস থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলা সম্ভব নয়।’ অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুসহ সব শহীদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর শিশুদের সমবেত কণ্ঠে ‘ধন্য মুজিব ধন্য’ এবং ‘যতদিন রবে পদ্মা মেঘনা’ গান পরিবেশিত হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর মূল্যবান বক্তব্য নিয়ে ‘বঙ্গবন্ধু স্মারক বক্তৃতামালা’ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। নিয়মিত এ অনুষ্ঠানের মাধ্যমে ১০০টি স্মারক বক্তৃতার আয়োজন করা হবে বলে জানিয়েছেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
বঙ্গবন্ধুকে নিয়ে সপ্তাহব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পারিবারিক, রাজনৈতিক ও সংগ্রামী কর্মময় জীবনের দুর্লভ কিছু আলোকচিত্র নিয়ে শুরু হলো প্রদর্শনী। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) ধানম-ি ঢাকা ক্যাম্পাসের অফিসার্স ক্লাবে শুরু হয়েছে এ প্রদর্শনী। মঙ্গলবার সকালে এই আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেন।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২১ আগস্ট, ২০১৯ ০০:০০

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে ‘বঙ্গবন্ধু স্মারক বক্তৃতামালা’র দ্বিতীয় পর্ব। এদিন বিকেল ৪টায় একাডেমির জাতীয় নাট্যশালা সেমিনার কক্ষে স্মারক বক্তৃতা প্রদান করেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। ‘মানবিক দর্শনের ঋদ্ধ মানুষ : শেখ মুজিবুর রহমান’ শিরোনামে বক্তৃতায় বঙ্গবন্ধুর জীবনের নানা দিক তুলে ধরেন তিনি। সেলিনা হোসেন বলেন, ‘ইতিহাস কখনো মুছে ফেলা যায় না। বাঙালির ইতিহাস থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলা সম্ভব নয়।’ অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুসহ সব শহীদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর শিশুদের সমবেত কণ্ঠে ‘ধন্য মুজিব ধন্য’ এবং ‘যতদিন রবে পদ্মা মেঘনা’ গান পরিবেশিত হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর মূল্যবান বক্তব্য নিয়ে ‘বঙ্গবন্ধু স্মারক বক্তৃতামালা’ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। নিয়মিত এ অনুষ্ঠানের মাধ্যমে ১০০টি স্মারক বক্তৃতার আয়োজন করা হবে বলে জানিয়েছেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
বঙ্গবন্ধুকে নিয়ে সপ্তাহব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পারিবারিক, রাজনৈতিক ও সংগ্রামী কর্মময় জীবনের দুর্লভ কিছু আলোকচিত্র নিয়ে শুরু হলো প্রদর্শনী। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) ধানম-ি ঢাকা ক্যাম্পাসের অফিসার্স ক্লাবে শুরু হয়েছে এ প্রদর্শনী। মঙ্গলবার সকালে এই আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেন।