চট্টগ্রামে একুশে আগস্ট স্মরণ
‘আকাশের ঠিকানায়’ মেয়র নাসিরের খোলা চিঠি
চট্টগ্রাম ব্যুরো | ২২ আগস্ট, ২০১৯ ০০:০০
একুশে আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদের শাস্তি ও হামলার অন্যতম ‘মাস্টার মাইন্ড’ তারেক রহমানকে লন্ডনে আশ্রয় দেওয়ার সমালোচনা করে বিশ্ব বিবেকের কাছে ‘খোলা চিঠি’ পাঠিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। গতকাল বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে নানা রঙের বেলুনে ‘আকাশের ঠিকানায়’ ওই প্রতীকী চিঠিটি পাঠান তিনি।
এ সময় তিনি বলেন, একুশে আগস্ট বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ওপর হামলা কেবল সামাজিক অপরাধ নয়, আন্তর্জাতিক সন্ত্রাসও। জাতির পিতার কন্যা ও গণতন্ত্রের মানসকন্যাকে হত্যাচেষ্টার ঘটনা বিশ্ব ইতিহাসে নজিরবিহীন নিন্দনীয় অপরাধ। অথচ আজ বিশ্বসভ্যতার ধারক-বাহক দাবিদার লন্ডন (যুক্তরাজ্য) সেই হামলার মাস্টারমাইন্ড তারেক রহমানকে আশ্রয় দিয়েছে।
তিনি আরও বলেন, বিএনপি শুধু তৎকালীন বিরোধীদলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টাই করেনি, জজ মিয়া নাটক সাজিয়ে দেশের মানুষ ও বিশ্ববিবেকের সঙ্গে প্রতারণা করেছে। তাই বিশ্ববিবেকের কাছে খোলা চিঠি পাঠানো অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
শেয়ার করুন
চট্টগ্রাম ব্যুরো | ২২ আগস্ট, ২০১৯ ০০:০০

একুশে আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদের শাস্তি ও হামলার অন্যতম ‘মাস্টার মাইন্ড’ তারেক রহমানকে লন্ডনে আশ্রয় দেওয়ার সমালোচনা করে বিশ্ব বিবেকের কাছে ‘খোলা চিঠি’ পাঠিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। গতকাল বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে নানা রঙের বেলুনে ‘আকাশের ঠিকানায়’ ওই প্রতীকী চিঠিটি পাঠান তিনি।
এ সময় তিনি বলেন, একুশে আগস্ট বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ওপর হামলা কেবল সামাজিক অপরাধ নয়, আন্তর্জাতিক সন্ত্রাসও। জাতির পিতার কন্যা ও গণতন্ত্রের মানসকন্যাকে হত্যাচেষ্টার ঘটনা বিশ্ব ইতিহাসে নজিরবিহীন নিন্দনীয় অপরাধ। অথচ আজ বিশ্বসভ্যতার ধারক-বাহক দাবিদার লন্ডন (যুক্তরাজ্য) সেই হামলার মাস্টারমাইন্ড তারেক রহমানকে আশ্রয় দিয়েছে।
তিনি আরও বলেন, বিএনপি শুধু তৎকালীন বিরোধীদলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টাই করেনি, জজ মিয়া নাটক সাজিয়ে দেশের মানুষ ও বিশ্ববিবেকের সঙ্গে প্রতারণা করেছে। তাই বিশ্ববিবেকের কাছে খোলা চিঠি পাঠানো অত্যন্ত তাৎপর্যপূর্ণ।