বাড্ডায় জেএমবি সদস্য সন্দেহে গ্রেপ্তার ৪
নিজস্ব প্রতিবেদক | ২২ আগস্ট, ২০১৯ ০০:০০
রাজধানীর বাড্ডা থেকে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) সদস্য সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার র্যাব-১-এর একটি দল তাদের গ্রেপ্তার করে। তারা হলো ফরিদপুরের রফিকুল ইসলাম ওরফে ইউসুফ (২৮), কুমিল্লার লাঙ্গলকোটের মাঝিপাড়া গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন (৩০), বাগেরহাটের মহিদুল ইসলাম ওরফে সাইফুল্লাহ (২২) ও ঢাকার হারুন-অর-রশিদ (২৮)।
র্যাবের গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, রফিকুল কোরআনে হাফেজ। রাজীব নামে জেএমবির এক সদস্যের মাধ্যমে সে উগ্রবাদে জড়ায়। আলমগীর ২০১১-১২ সালে মুফতি জসিমউদ্দিন রহমানির মাদ্রাসায় পড়াশোনা ও চাকরির সময়ে উগ্রবাদে জড়ায়। জসিম গ্রেপ্তারের পর আলমগীর আত্মগোপনে চলে যায়। অন্যদিকে মহিদুল পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করে। আলমগীর ও ইউসুফের মাধ্যমে সে জঙ্গিবাদে জড়ায়। আর হারুন ২০০৮ সালে হাফেজি শেষ করে এবং ২০১৮ সালের শেষের দিকে ঢাকায় একটি আয়ুর্বেদিক ওষুধ কোম্পানিতে চাকরি নেয়।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২২ আগস্ট, ২০১৯ ০০:০০

রাজধানীর বাড্ডা থেকে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) সদস্য সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার র্যাব-১-এর একটি দল তাদের গ্রেপ্তার করে। তারা হলো ফরিদপুরের রফিকুল ইসলাম ওরফে ইউসুফ (২৮), কুমিল্লার লাঙ্গলকোটের মাঝিপাড়া গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন (৩০), বাগেরহাটের মহিদুল ইসলাম ওরফে সাইফুল্লাহ (২২) ও ঢাকার হারুন-অর-রশিদ (২৮)।
র্যাবের গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, রফিকুল কোরআনে হাফেজ। রাজীব নামে জেএমবির এক সদস্যের মাধ্যমে সে উগ্রবাদে জড়ায়। আলমগীর ২০১১-১২ সালে মুফতি জসিমউদ্দিন রহমানির মাদ্রাসায় পড়াশোনা ও চাকরির সময়ে উগ্রবাদে জড়ায়। জসিম গ্রেপ্তারের পর আলমগীর আত্মগোপনে চলে যায়। অন্যদিকে মহিদুল পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করে। আলমগীর ও ইউসুফের মাধ্যমে সে জঙ্গিবাদে জড়ায়। আর হারুন ২০০৮ সালে হাফেজি শেষ করে এবং ২০১৮ সালের শেষের দিকে ঢাকায় একটি আয়ুর্বেদিক ওষুধ কোম্পানিতে চাকরি নেয়।