শান্তিরক্ষী পুলিশ সদস্য ফারুকের শেষ বিদায়
নিজস্ব প্রতিবেদক | ২২ আগস্ট, ২০১৯ ০০:০০
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী পুলিশ কনস্টেবল মো. উমর ফারুককে শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় দিলেন তার সহকর্মীরা। গতকাল বুধবার সকালে রাজারবাগ পুলিশ লাইন্সের শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানরা, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ আত্মীয়স্বজন ও সহকর্মীরা অংশগ্রহণ করেন।
জানাজা শেষে আইজিপি বাংলাদেশ পুলিশ এবং জাতিসংঘের পতাকায় মোড়ানো মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পুলিশ সদর দপ্তরের ইউএন অ্যাফেয়ার্সের কর্মকর্তা এবং মরহুমের পরিবারের সদস্যরা মরদেহ গ্রহণ করেন। জানাজা শেষে পুলিশ এসকর্টসহ মরদেহ ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কনস্টেবল উমর ফারুক গত ৫ আগস্ট মালির লেভেল-২ হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৩৫ বছর। তিনি পিতা-মাতা, স্ত্রী, তিন পুত্রসন্তান এবং বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২২ আগস্ট, ২০১৯ ০০:০০

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী পুলিশ কনস্টেবল মো. উমর ফারুককে শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় দিলেন তার সহকর্মীরা। গতকাল বুধবার সকালে রাজারবাগ পুলিশ লাইন্সের শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানরা, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ আত্মীয়স্বজন ও সহকর্মীরা অংশগ্রহণ করেন।
জানাজা শেষে আইজিপি বাংলাদেশ পুলিশ এবং জাতিসংঘের পতাকায় মোড়ানো মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পুলিশ সদর দপ্তরের ইউএন অ্যাফেয়ার্সের কর্মকর্তা এবং মরহুমের পরিবারের সদস্যরা মরদেহ গ্রহণ করেন। জানাজা শেষে পুলিশ এসকর্টসহ মরদেহ ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কনস্টেবল উমর ফারুক গত ৫ আগস্ট মালির লেভেল-২ হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৩৫ বছর। তিনি পিতা-মাতা, স্ত্রী, তিন পুত্রসন্তান এবং বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।