এমবিবিএস পরীক্ষা
তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের সাফল্য
গাজীপুর প্রতিনিধি | ২০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে গত মে মাসে অনুষ্ঠিত দ্বিতীয় পেশাগত এমবিবিএস পরীক্ষায় গাজীপুরে অবস্থিত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ অভূতপূর্ণ সাফল্য অর্জন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৫৫টি মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের ছাত্রী যারিন তাসনিম হুদা প্রথম স্থান এবং সামিউন ফাতেহা ইরা তৃতীয় স্থান লাভ করেছেন। কলেজটিতে পাসের হার শতকরা ৮৬। গতকাল বৃহস্পতিবার একযোগে দেশের সব মেডিকেল কলেজের এ ফলাফল প্রকাশিত হয়।
২০১৩ সালে প্রতিষ্ঠিত ৬ বছর বয়সী এ কলেজ থেকে এমন অভূতপূর্ব ফলাফল অর্জন করায় কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে আনন্দের জোয়ার বইছে। এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ ডা. আসাদ হোসেন জানান, শিক্ষকদের দক্ষতা ও নিরলস প্রচেষ্টা আর ছাত্রছাত্রীদের একাগ্রতার ফলেই এমন ফল অর্জন সম্ভব হয়েছে।
শেয়ার করুন
গাজীপুর প্রতিনিধি | ২০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে গত মে মাসে অনুষ্ঠিত দ্বিতীয় পেশাগত এমবিবিএস পরীক্ষায় গাজীপুরে অবস্থিত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ অভূতপূর্ণ সাফল্য অর্জন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৫৫টি মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের ছাত্রী যারিন তাসনিম হুদা প্রথম স্থান এবং সামিউন ফাতেহা ইরা তৃতীয় স্থান লাভ করেছেন। কলেজটিতে পাসের হার শতকরা ৮৬। গতকাল বৃহস্পতিবার একযোগে দেশের সব মেডিকেল কলেজের এ ফলাফল প্রকাশিত হয়।
২০১৩ সালে প্রতিষ্ঠিত ৬ বছর বয়সী এ কলেজ থেকে এমন অভূতপূর্ব ফলাফল অর্জন করায় কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে আনন্দের জোয়ার বইছে। এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ ডা. আসাদ হোসেন জানান, শিক্ষকদের দক্ষতা ও নিরলস প্রচেষ্টা আর ছাত্রছাত্রীদের একাগ্রতার ফলেই এমন ফল অর্জন সম্ভব হয়েছে।
শেয়ার করুন