রাওয়া ক্লাবে দুই দিনব্যাপী বইমেলা
নিজস্ব প্রতিবেদক | ৫ অক্টোবর, ২০১৯ ০০:০০
প্রযুক্তির বিকাশের ফলে ই-বুক এখন জনপ্রিয় হচ্ছে ঠিকই, কিন্তু মুদ্রিত বইয়ের প্রতিও মানুষের আগ্রহ বাড়ছে বলে মনে করেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। তিনি বলেন, ‘ই-বুক এখন বিশ্বব্যাপী জনপ্রিয়। কিন্তু মুদ্রিত বইয়ের আকর্ষণ কমেনি।’
গতকাল শুক্রবার রাওয়া ক্লাব আয়োজিত দুই দিনব্যাপী ‘রাওয়া বইমেলা-২০১৯’ উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। ড. আনিসুজ্জামান বলেন, ‘অমর একুশে গ্রন্থমেলা ছাড়াও সারা দেশে নানা রকম বইমেলার আয়োজন দেখা যায়। এ থেকে আমরা বুঝতে পারি যে, বইয়ের সমাদর বিন্দুমাত্র কমেনি।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী ও ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান গ্রæপ ক্যাপ্টেন (অব.) এম আবু জাফর চৌধুরী পিএসসি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাওয়া চেয়ারম্যান মেজর (অব.) খন্দকার নূরুল আফসার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম এ বি সিদ্দিকী। ষষ্ঠবারের মতো এ বইমেলা আয়োজন করছে রাওয়া ক্লাব।
রাওয়া ক্লাবের চেয়ারম্যান মেজর (অব.) খন্দকার নূরুল আফসার বলেন, এ বইমেলার মধ্য দিয়ে আমাদের মধ্যে যারা লেখালেখির চর্চা করেন তাদের উৎসাহ জোগানোই উদ্দেশ্য। বইমেলাকে আরও উজ্জীবিত এবং এর প্রকাশ ও বিস্তার ঘটানোর জন্য যা ব্যবস্থা নেওয়ার তা আমরা করব।
আলোচনা শেষে অধ্যাপক আনিসুজ্জামান, হাবিবুল্লাহ সিরাজী ও গ্রুপ ক্যাপ্টেন এম আবু জাফর চৌধুরীর হাতে ক্রেস্ট তুলে দেন রাওয়া চেয়ারম্যান মেজর (অব.) খন্দকার নূরুল আফসার। এরপর চারটি বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিরা এবং মেলা ঘুরে দেখন। মেলায় সর্বমোট ৫০টি বইয়ের স্টল রয়েছে। বইমেলা আজ শনিবার পর্যন্ত চলবে এবং সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ৫ অক্টোবর, ২০১৯ ০০:০০

প্রযুক্তির বিকাশের ফলে ই-বুক এখন জনপ্রিয় হচ্ছে ঠিকই, কিন্তু মুদ্রিত বইয়ের প্রতিও মানুষের আগ্রহ বাড়ছে বলে মনে করেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। তিনি বলেন, ‘ই-বুক এখন বিশ্বব্যাপী জনপ্রিয়। কিন্তু মুদ্রিত বইয়ের আকর্ষণ কমেনি।’
গতকাল শুক্রবার রাওয়া ক্লাব আয়োজিত দুই দিনব্যাপী ‘রাওয়া বইমেলা-২০১৯’ উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। ড. আনিসুজ্জামান বলেন, ‘অমর একুশে গ্রন্থমেলা ছাড়াও সারা দেশে নানা রকম বইমেলার আয়োজন দেখা যায়। এ থেকে আমরা বুঝতে পারি যে, বইয়ের সমাদর বিন্দুমাত্র কমেনি।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী ও ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান গ্রæপ ক্যাপ্টেন (অব.) এম আবু জাফর চৌধুরী পিএসসি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাওয়া চেয়ারম্যান মেজর (অব.) খন্দকার নূরুল আফসার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম এ বি সিদ্দিকী। ষষ্ঠবারের মতো এ বইমেলা আয়োজন করছে রাওয়া ক্লাব।
রাওয়া ক্লাবের চেয়ারম্যান মেজর (অব.) খন্দকার নূরুল আফসার বলেন, এ বইমেলার মধ্য দিয়ে আমাদের মধ্যে যারা লেখালেখির চর্চা করেন তাদের উৎসাহ জোগানোই উদ্দেশ্য। বইমেলাকে আরও উজ্জীবিত এবং এর প্রকাশ ও বিস্তার ঘটানোর জন্য যা ব্যবস্থা নেওয়ার তা আমরা করব।
আলোচনা শেষে অধ্যাপক আনিসুজ্জামান, হাবিবুল্লাহ সিরাজী ও গ্রুপ ক্যাপ্টেন এম আবু জাফর চৌধুরীর হাতে ক্রেস্ট তুলে দেন রাওয়া চেয়ারম্যান মেজর (অব.) খন্দকার নূরুল আফসার। এরপর চারটি বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিরা এবং মেলা ঘুরে দেখন। মেলায় সর্বমোট ৫০টি বইয়ের স্টল রয়েছে। বইমেলা আজ শনিবার পর্যন্ত চলবে এবং সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত।