১৯২৭ সালের পুরানা পল্টনের গল্প
মঞ্চে ‘আমরা তিনজন’
নিজস্ব প্রতিবেদক | ১৫ অক্টোবর, ২০১৯ ০০:০০
রাজধানীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে গতকাল সোমবার সন্ধ্যায় গঙ্গা যমুনা সাংস্কৃতিক উৎসব উপলক্ষে মঞ্চায়িত হয় লোক নাট্যদলের প্রযোজনা ‘আমরা তিনজন’। বুদ্ধদেব বসুর গল্প থেকে নাটকটি নির্দেশনা দিয়েছেন লিয়াকত আলী লাকী। ১৯২৭ সালে ঢাকার পুরানা পল্টনকে ঘিরে গড়ে উঠেছে গল্প। নাটকে দেখা যায়, বিকাশ, অসিত ও হিতাংশু তিন বন্ধু। হুইল চেয়ারে করে প্রবীণ বিকাশের স্মৃতিচারণে মঞ্চে উঠে আসে ১৯২৭ সালের সেই সময়, পুরানা পল্টনের সেই দিনগুলো। গঙ্গা যমুনা সাংস্কৃতিক উৎসবে গতকাল ‘আমরা তিনজন’সহ মঞ্চস্থ হয় চারটি নাটক। এদিন পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে মঞ্চস্থ হয় সুবচন নাট্য সংসদের ‘মহাজনের নাও’। শাহ আবদুল করিমের জীবনীভিত্তিক এই নাটকটি লিখেছেন শাকুর মজিদ, নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। স্টুডিও থিয়েটার হলে বাতিঘর নাট্যদল মঞ্চস্থ করে ‘র্যাডক্লিফ লাইন’। এটি নির্দেশনা দিয়েছেন সঞ্জয় সরকার মুক্তনীল। অন্যদিকে নাটক সরণির (বেইলি রোড) মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে একই সময়ে মঞ্চস্থ হয় মহাকাল নাট্য সম্প্রদায়ের নাটক ‘নীলাখ্যান’। কাজী নজরুল ইসলামের সাপুড়ে গল্প অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন আনন জামান এবং নির্দেশনা দিয়েছেন ইফসুফ হাসান অর্ক।
ঢাকায় কবি হাফিজ স্মরণানুষ্ঠান
ইরানি কবি হাফিজ শিরাজি স্মরণে গতকাল বিকেলে ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্র আয়োজন করে সাংস্কৃতিক সন্ধ্যা। এই আয়োজনে হাফিজের কবিতা পাঠ, গজল পরিবেশন করেন শিল্পীরা। অনুষ্ঠানে প্রধান আলোচক ড. কাযেম কাহদুয়ী বলেন, ‘আমরা ফারসি ভাষাভাষীরা গর্ববোধ করি যে, হাফিজ, সাদী, রুমির মতো মহাকবিরা ফার্সি ভাষায় সাহিত্য রচনা করেছেন।’ প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত মুহাম্মদ রেজা নাফার বলেন, ‘বিশ^খ্যাত কবি হাফিজ শিরাজি প্রায় ৭০০ বছর আগে ভারতবর্ষ তথা বাংলার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন। সেই সম্পর্ক আজও রয়েছে। আর সে কারণেই বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রায় দুই হাজার শিক্ষার্থী ফার্সি ভাষায় শিক্ষালাভ করছেন।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগীত পরিচালক ও শিল্পী আজাদ রহমান। আলোচনা শেষে গজলশিল্পীদের সঙ্গে বাঁশির সুরে সবাইকে মুগ্ধ করেন বংশীবাদক আরিফুর রহমান।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ১৫ অক্টোবর, ২০১৯ ০০:০০

রাজধানীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে গতকাল সোমবার সন্ধ্যায় গঙ্গা যমুনা সাংস্কৃতিক উৎসব উপলক্ষে মঞ্চায়িত হয় লোক নাট্যদলের প্রযোজনা ‘আমরা তিনজন’। বুদ্ধদেব বসুর গল্প থেকে নাটকটি নির্দেশনা দিয়েছেন লিয়াকত আলী লাকী। ১৯২৭ সালে ঢাকার পুরানা পল্টনকে ঘিরে গড়ে উঠেছে গল্প। নাটকে দেখা যায়, বিকাশ, অসিত ও হিতাংশু তিন বন্ধু। হুইল চেয়ারে করে প্রবীণ বিকাশের স্মৃতিচারণে মঞ্চে উঠে আসে ১৯২৭ সালের সেই সময়, পুরানা পল্টনের সেই দিনগুলো। গঙ্গা যমুনা সাংস্কৃতিক উৎসবে গতকাল ‘আমরা তিনজন’সহ মঞ্চস্থ হয় চারটি নাটক। এদিন পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে মঞ্চস্থ হয় সুবচন নাট্য সংসদের ‘মহাজনের নাও’। শাহ আবদুল করিমের জীবনীভিত্তিক এই নাটকটি লিখেছেন শাকুর মজিদ, নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। স্টুডিও থিয়েটার হলে বাতিঘর নাট্যদল মঞ্চস্থ করে ‘র্যাডক্লিফ লাইন’। এটি নির্দেশনা দিয়েছেন সঞ্জয় সরকার মুক্তনীল। অন্যদিকে নাটক সরণির (বেইলি রোড) মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে একই সময়ে মঞ্চস্থ হয় মহাকাল নাট্য সম্প্রদায়ের নাটক ‘নীলাখ্যান’। কাজী নজরুল ইসলামের সাপুড়ে গল্প অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন আনন জামান এবং নির্দেশনা দিয়েছেন ইফসুফ হাসান অর্ক।
ঢাকায় কবি হাফিজ স্মরণানুষ্ঠান
ইরানি কবি হাফিজ শিরাজি স্মরণে গতকাল বিকেলে ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্র আয়োজন করে সাংস্কৃতিক সন্ধ্যা। এই আয়োজনে হাফিজের কবিতা পাঠ, গজল পরিবেশন করেন শিল্পীরা। অনুষ্ঠানে প্রধান আলোচক ড. কাযেম কাহদুয়ী বলেন, ‘আমরা ফারসি ভাষাভাষীরা গর্ববোধ করি যে, হাফিজ, সাদী, রুমির মতো মহাকবিরা ফার্সি ভাষায় সাহিত্য রচনা করেছেন।’ প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত মুহাম্মদ রেজা নাফার বলেন, ‘বিশ^খ্যাত কবি হাফিজ শিরাজি প্রায় ৭০০ বছর আগে ভারতবর্ষ তথা বাংলার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন। সেই সম্পর্ক আজও রয়েছে। আর সে কারণেই বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রায় দুই হাজার শিক্ষার্থী ফার্সি ভাষায় শিক্ষালাভ করছেন।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগীত পরিচালক ও শিল্পী আজাদ রহমান। আলোচনা শেষে গজলশিল্পীদের সঙ্গে বাঁশির সুরে সবাইকে মুগ্ধ করেন বংশীবাদক আরিফুর রহমান।