ভারতের যা দরকার সব দিয়ে এসেছেন প্রধানমন্ত্রী : অলি
নিজস্ব প্রতিবেদক | ১৫ অক্টোবর, ২০১৯ ০০:০০
জাতীয় মুক্তিমঞ্চের আহ্বায়ক ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল অলি আহমদ বীরবিক্রম (অব.) বলেছেন, দেশের স্বার্থরক্ষায় সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ভারতের যা কিছু দরকার তার সব কিছুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়ে এসেছেন। তবে দেশের জন্য কিছু আনতে পারেননি। সরকার বারবার কূটনীতিতে ভারতের কাছে পরাজিত হয়েছে। গতকাল সোমবার রাজধানীর মহাখালী ডিওএইচএসের বাসভবনে দলের নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। এলডিপির দপ্তর সম্পাদক সালাহউদ্দিন রাজ্জাক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
অলি আহমেদ বলেন, ভারতের সঙ্গে অনেকগুলো অমীমাংসিত ইস্যু আছে, বিশেষ করে নদীর পানি। এই সরকার ২০০৮ সালের পর থেকে ক্ষমতায় আছে কিন্তু কোনো নদীর পানি আনতে পারেনি। অন্যদিকে ভারতের যা দরকার সব কিছু দিয়ে দিয়েছে।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ১৫ অক্টোবর, ২০১৯ ০০:০০

জাতীয় মুক্তিমঞ্চের আহ্বায়ক ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল অলি আহমদ বীরবিক্রম (অব.) বলেছেন, দেশের স্বার্থরক্ষায় সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ভারতের যা কিছু দরকার তার সব কিছুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়ে এসেছেন। তবে দেশের জন্য কিছু আনতে পারেননি। সরকার বারবার কূটনীতিতে ভারতের কাছে পরাজিত হয়েছে। গতকাল সোমবার রাজধানীর মহাখালী ডিওএইচএসের বাসভবনে দলের নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। এলডিপির দপ্তর সম্পাদক সালাহউদ্দিন রাজ্জাক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
অলি আহমেদ বলেন, ভারতের সঙ্গে অনেকগুলো অমীমাংসিত ইস্যু আছে, বিশেষ করে নদীর পানি। এই সরকার ২০০৮ সালের পর থেকে ক্ষমতায় আছে কিন্তু কোনো নদীর পানি আনতে পারেনি। অন্যদিকে ভারতের যা দরকার সব কিছু দিয়ে দিয়েছে।
শেয়ার করুন