খুলনায় সরকারি সম্পত্তি আত্মসাতে দুদকের মামলা
মাহবুব ব্রাদার্সের এমডি জেলে
নিজস্ব প্রতিবেদক, খুলনা | ১৮ অক্টোবর, ২০১৯ ০০:০০
খুলনায় ৬ কোটি ১০ লাখ টাকা মূল্যের সরকারি সম্পত্তি আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় মাহবুব ব্রাদার্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ মাহবুবুর রহমানের জামিন নামঞ্জুর করেছে আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে মাহবুবুর রহমান আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে মহানগর দায়রা জজ আদালতের বিচারক শহিদুল ইসলাম জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এ বিষয়ে দুদকের আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মুজিবর রহমান বলেন, চলতি বছরের ২০ জুলাই হাতিম গ্রæপের চেয়ারম্যান ফজল-ই-হোসেন ও মাহাবুব ব্রাদার্স প্রাইভেট লিমিটেডের এমডি শেখ মাহবুবুর রহমানসহ ৯ জনের বিরুদ্ধে নগরীর লবণচরের কুরাইশি স্টিল লিমিটেডের ৬ কোটি ১০ লাখ টাকা দামের সম্পত্তি আত্মসাতের ঘটনায় মামলা দায়ের করা হয়। দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক নুরুল ইসলাম তাদের বিরুদ্ধে ২০১৭ সালে দুদকের খুলনা কার্যালয়ে এ মামলা দায়ের করেন।
মামলার নথিপত্রে উল্লেখ করা হয়Ñ কুরাইশি স্টিল লিমিটেডের সরকারি অংশের শেয়ার না জানিয়ে বিক্রি, শিল্প মন্ত্রণালয় এবং বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনকে (বিএসইসি) অবহিত না করে মিলের উৎপাদন বন্ধ, প্রতিষ্ঠানটির যন্ত্রপাতি গোপনে বিক্রি এবং মিলের জমির মালিকানার প্রকৃত তথ্য গোপন করে দুটি পৃথক রেজিস্ট্রি সাব-কবলা দলিলের মাধ্যমে বিক্রি করে ৬ কোটি ১০ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক, খুলনা | ১৮ অক্টোবর, ২০১৯ ০০:০০

খুলনায় ৬ কোটি ১০ লাখ টাকা মূল্যের সরকারি সম্পত্তি আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় মাহবুব ব্রাদার্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ মাহবুবুর রহমানের জামিন নামঞ্জুর করেছে আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে মাহবুবুর রহমান আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে মহানগর দায়রা জজ আদালতের বিচারক শহিদুল ইসলাম জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এ বিষয়ে দুদকের আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মুজিবর রহমান বলেন, চলতি বছরের ২০ জুলাই হাতিম গ্রæপের চেয়ারম্যান ফজল-ই-হোসেন ও মাহাবুব ব্রাদার্স প্রাইভেট লিমিটেডের এমডি শেখ মাহবুবুর রহমানসহ ৯ জনের বিরুদ্ধে নগরীর লবণচরের কুরাইশি স্টিল লিমিটেডের ৬ কোটি ১০ লাখ টাকা দামের সম্পত্তি আত্মসাতের ঘটনায় মামলা দায়ের করা হয়। দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক নুরুল ইসলাম তাদের বিরুদ্ধে ২০১৭ সালে দুদকের খুলনা কার্যালয়ে এ মামলা দায়ের করেন।
মামলার নথিপত্রে উল্লেখ করা হয়Ñ কুরাইশি স্টিল লিমিটেডের সরকারি অংশের শেয়ার না জানিয়ে বিক্রি, শিল্প মন্ত্রণালয় এবং বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনকে (বিএসইসি) অবহিত না করে মিলের উৎপাদন বন্ধ, প্রতিষ্ঠানটির যন্ত্রপাতি গোপনে বিক্রি এবং মিলের জমির মালিকানার প্রকৃত তথ্য গোপন করে দুটি পৃথক রেজিস্ট্রি সাব-কবলা দলিলের মাধ্যমে বিক্রি করে ৬ কোটি ১০ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে।