প্রধানমন্ত্রীকে রিজভী
খালেদাকে মুক্তি দিয়ে জাতীয় সংলাপ ডাকুন
নিজস্ব প্রতিবেদক | ১৫ নভেম্বর, ২০১৯ ০০:০০
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে জাতীয় সংলাপ ডাকুন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
রোহিঙ্গা সমস্যা জিয়াউর রহমানের সৃষ্টি- জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, রোহিঙ্গা সমস্যা নিয়ে নিজেদের অনতিক্রম্য দুর্বলতা ও ব্যর্থতার গ্লানি ঢাকতেই প্রধানমন্ত্রী আজগুবি কথা বলছেন। উন্মাদ অভিগ্রস্ত না হলে এ ধরনের কথা বলা যায় না। তিনি বলেন, ইতিহাস সাক্ষী, দেশের জনগণ সাক্ষী মিয়ানমার বারবার রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশের দিকে ঠেলে দিয়ে সমস্যা সৃষ্টি করতে চেয়েছিল।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ১৫ নভেম্বর, ২০১৯ ০০:০০

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে জাতীয় সংলাপ ডাকুন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
রোহিঙ্গা সমস্যা জিয়াউর রহমানের সৃষ্টি- জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, রোহিঙ্গা সমস্যা নিয়ে নিজেদের অনতিক্রম্য দুর্বলতা ও ব্যর্থতার গ্লানি ঢাকতেই প্রধানমন্ত্রী আজগুবি কথা বলছেন। উন্মাদ অভিগ্রস্ত না হলে এ ধরনের কথা বলা যায় না। তিনি বলেন, ইতিহাস সাক্ষী, দেশের জনগণ সাক্ষী মিয়ানমার বারবার রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশের দিকে ঠেলে দিয়ে সমস্যা সৃষ্টি করতে চেয়েছিল।
শেয়ার করুন