শিশু নির্যাতনের ঘটনায় গৃহকর্মী কারাগারে
নিজস্ব প্রতিবেদক | ১৯ নভেম্বর, ২০১৯ ০০:০০
রাজধানীর শাহজাহানপুরে শিশু নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার গৃহকর্মী শাহিদা ওরফে তাজরানাকে (৪৫) গতকাল সোমবার কারাগারে পাঠিয়েছে পুলিশ। গত শনিবার ২ বছরের ওই শিশুটিকে নির্যাতনের অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার ওবায়দুর রহমান দেশ রূপান্তরকে জানান, আল-আমিন ও লুৎফুন্নাহার দম্পতির একমাত্র সন্তান আব্দুল্লাহ আবতাই আয়াত। স্বামী-স্ত্রী দুজনই চাকরিজীবী হওয়ায় গৃহকর্মী শাহিদার কাছে আয়াতকে রেখে যেতেন তারা। গত ১৫ নভেম্বর সিসিটিভির ভিডিও ফুটেজে আয়াতকে শাহিদার নির্যাতনের দৃশ্য দেখতে পান আল-আমিন। আয়াতকে গোসলখানা থেকে ঘরের ভেতর এনে ছুড়ে ফেলে একের পর এক লাথি মেরেছেন শাহিদা। আইপি ক্যামেরার ওই ফুটেজ দেখে দ্রুত বাসায় ছুটে যান আল-আমিন। পরে আয়াতকে উদ্ধার করে শাহজাহানপুর থানায় শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন তিনি।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ১৯ নভেম্বর, ২০১৯ ০০:০০

রাজধানীর শাহজাহানপুরে শিশু নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার গৃহকর্মী শাহিদা ওরফে তাজরানাকে (৪৫) গতকাল সোমবার কারাগারে পাঠিয়েছে পুলিশ। গত শনিবার ২ বছরের ওই শিশুটিকে নির্যাতনের অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার ওবায়দুর রহমান দেশ রূপান্তরকে জানান, আল-আমিন ও লুৎফুন্নাহার দম্পতির একমাত্র সন্তান আব্দুল্লাহ আবতাই আয়াত। স্বামী-স্ত্রী দুজনই চাকরিজীবী হওয়ায় গৃহকর্মী শাহিদার কাছে আয়াতকে রেখে যেতেন তারা। গত ১৫ নভেম্বর সিসিটিভির ভিডিও ফুটেজে আয়াতকে শাহিদার নির্যাতনের দৃশ্য দেখতে পান আল-আমিন। আয়াতকে গোসলখানা থেকে ঘরের ভেতর এনে ছুড়ে ফেলে একের পর এক লাথি মেরেছেন শাহিদা। আইপি ক্যামেরার ওই ফুটেজ দেখে দ্রুত বাসায় ছুটে যান আল-আমিন। পরে আয়াতকে উদ্ধার করে শাহজাহানপুর থানায় শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন তিনি।
শেয়ার করুন