সেপটিক ট্যাঙ্কগুলো মরণফাঁদ হয়ে উঠছে : নওফেল
চট্টগ্রাম ব্যুরো | ২০ নভেম্বর, ২০১৯ ০০:০০
চট্টগ্রাম নগরীর পুরানো সব ভবনের গ্যাস ও বিদ্যুৎ সংযোগ পরীক্ষা করার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। সেপটিক ট্যাঙ্কগুলো যথাযথভাবে নির্মাণ করা হয়েছে কি না তাও খতিয়ে দেখার আহ্বান জানান তিনি। পাশাপাশি নগরীর ভবনগুলো সিডিএর অনুমোদিত নকশা অনুযায়ী তৈরি হচ্ছে কি না সে বিষয়েও নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন শিক্ষা উপমন্ত্রী।
গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রামের পাথরঘাটায় তার নির্বাচনী এলাকায় বিস্ফোরণস্থল পরিদর্শনে এসে এসব বিষয়ে কথা বলেন তিনি। নগরের প্রতিটি ভবনের নিচে সেপটিক ট্যাঙ্কগুলো যথাযথভাবে নির্মাণ করা হয়েছে কি না, তা তদারকি করতে সেবাসংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়ে নওফেল বলেন, ইদানীং ভবনের নিচে সেপটিক ট্যাঙ্কগুলো মরণফাঁদ হয়ে উঠছে। চট্টগ্রাম সিটি করপোরেশন, ওয়াসা ও চট্টগ্রাম উন্নয়ন কর্র্তৃপক্ষের (সিডিএ) এ বিষয়ে তদারকির প্রয়োজন।
শেয়ার করুন
চট্টগ্রাম ব্যুরো | ২০ নভেম্বর, ২০১৯ ০০:০০

চট্টগ্রাম নগরীর পুরানো সব ভবনের গ্যাস ও বিদ্যুৎ সংযোগ পরীক্ষা করার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। সেপটিক ট্যাঙ্কগুলো যথাযথভাবে নির্মাণ করা হয়েছে কি না তাও খতিয়ে দেখার আহ্বান জানান তিনি। পাশাপাশি নগরীর ভবনগুলো সিডিএর অনুমোদিত নকশা অনুযায়ী তৈরি হচ্ছে কি না সে বিষয়েও নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন শিক্ষা উপমন্ত্রী।
গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রামের পাথরঘাটায় তার নির্বাচনী এলাকায় বিস্ফোরণস্থল পরিদর্শনে এসে এসব বিষয়ে কথা বলেন তিনি। নগরের প্রতিটি ভবনের নিচে সেপটিক ট্যাঙ্কগুলো যথাযথভাবে নির্মাণ করা হয়েছে কি না, তা তদারকি করতে সেবাসংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়ে নওফেল বলেন, ইদানীং ভবনের নিচে সেপটিক ট্যাঙ্কগুলো মরণফাঁদ হয়ে উঠছে। চট্টগ্রাম সিটি করপোরেশন, ওয়াসা ও চট্টগ্রাম উন্নয়ন কর্র্তৃপক্ষের (সিডিএ) এ বিষয়ে তদারকির প্রয়োজন।