সংবাদ সম্মেলনে রিজভী
প্রধানমন্ত্রীর বিমানে চড়া পেঁয়াজ বাজারে পৌঁছাতে পারেনি
নিজস্ব প্রতিবেদক | ২৭ নভেম্বর, ২০১৯ ০০:০০
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেঁয়াজ নিয়ে দেশে-বিদেশে রঙ্গরস করছেন। অন্যদিকে পেঁয়াজের দামের আগুনে পুড়ছে সাধারণ মানুষ। স্বল্প আয়ের মানুষ আজ পেঁয়াজ আতঙ্কে দিশেহারা। গতকাল মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন– ‘আর চিন্তা নেই, পেঁয়াজ বিমানে উঠে গেছে।’ কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিমানে চড়ে আসা সেই পেঁয়াজ ইমিগ্রেশন পার হয়ে এখন বাজার পর্যন্ত পৌঁছাতে পারেনি। সরকারের আশ্রয়-প্রশ্রয়েই পেঁয়াজ ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়িয়ে জনগণের পকেট কাটছে। তিনি বলেন, পেঁয়াজের কেজি ২৬০-২৭০ টাকার নিচে নামছে না। সরকার বলেছে, দেড় লাখ টন পেঁয়াজ আমদানি করা হবে। কিন্তু যতই বিমান দেখাক, পেঁয়াজ আমদানির কথা বলা হলো– এগুলো আসলে কানাকে হাইকোর্ট দেখানোর মতো।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২৭ নভেম্বর, ২০১৯ ০০:০০

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেঁয়াজ নিয়ে দেশে-বিদেশে রঙ্গরস করছেন। অন্যদিকে পেঁয়াজের দামের আগুনে পুড়ছে সাধারণ মানুষ। স্বল্প আয়ের মানুষ আজ পেঁয়াজ আতঙ্কে দিশেহারা। গতকাল মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন– ‘আর চিন্তা নেই, পেঁয়াজ বিমানে উঠে গেছে।’ কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিমানে চড়ে আসা সেই পেঁয়াজ ইমিগ্রেশন পার হয়ে এখন বাজার পর্যন্ত পৌঁছাতে পারেনি। সরকারের আশ্রয়-প্রশ্রয়েই পেঁয়াজ ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়িয়ে জনগণের পকেট কাটছে। তিনি বলেন, পেঁয়াজের কেজি ২৬০-২৭০ টাকার নিচে নামছে না। সরকার বলেছে, দেড় লাখ টন পেঁয়াজ আমদানি করা হবে। কিন্তু যতই বিমান দেখাক, পেঁয়াজ আমদানির কথা বলা হলো– এগুলো আসলে কানাকে হাইকোর্ট দেখানোর মতো।