ডিসেম্বরেই আব্বাসী সেলিমের নেতৃত্বাধীন এলডিপির কাউন্সিল
নিজস্ব প্রতিবেদক | ৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০
চলতি ডিসেম্বর মাসেই বিশেষ কাউন্সিল করে নতুন কেন্দ্রীয় কমিটি করবে ড. কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্ব থেকে সরে যাওয়া সাবেক হুইপ আবদুল করিম আব্বাসী ও শাহাদাত হোসেন সেলিমের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। গতকাল সোমবার রাজধানীর ফকিরাপুলের একটি হোটেলে নতুন দলের দিনব্যাপী বর্ধিতসভায় এ কথা জানান সদস্য সচিব শাহাদাত হোসেন সেলিম।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দলের আহ্বায়ক আবদুল করিম আব্বাসীর সভাপতিত্বে বর্ধিতসভায় দেশের ৩০টি জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকরা যোগ দেন। সভায় দলের কাউন্সিল সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আবদুল গনিকে আহ্বায়ক করে একটি সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। মাওলানা খালেদ সাইফুল্লাহ, সৈয়দ ইব্রাহিম রওনক ও জাকির হোসেন রিয়াজকে কমিটির যুগ্ম আহ্বায়ক এবং এমএ বাসারকে সদস্য সচিব করা হয়েছে।
গত ১৮ নভেম্বর এলডিপি ভেঙে একই নামে আরেকটি দল আত্মপ্রকাশ করে। সাত সদস্যের একটি আহ্বায়ক কমিটিও গঠন করে তারা।
বিশেষ উদ্দেশ্য নিয়ে জাতীয় মুক্তি মঞ্চ : বিএনপি ও বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বাইরে গিয়ে অলি আহমদ
বিশেষ উদ্দেশ্য নিয়ে ‘জাতীয় মুক্তি মঞ্চ’ গঠন করেছেন বলে দাবি করেছেন শাহাদাত হোসেন সেলিম। বর্ধিতসভায় তিনি বলেন, ‘অলি আহমদ দ্রুত ক্ষমতা দখল করতে চান। আমরা তার উদ্দেশ্য নিয়ে সন্দিহান হয়েই তার কাছ থেকে সরে এসেছি।’ সেলিম আরও বলেন, ‘একটি রাজনৈতিক দলের মালিক কোনো ব্যক্তি হতে পারেন না। কর্নেল অলি দাবি করেছেন এলডিপির মালিক তিনি। আমরা তার এ দাবিকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। কারণ রাজনৈতিক দল হয় দলের নামেই। কোনো ব্যক্তির নামে নয়।’
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০

চলতি ডিসেম্বর মাসেই বিশেষ কাউন্সিল করে নতুন কেন্দ্রীয় কমিটি করবে ড. কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্ব থেকে সরে যাওয়া সাবেক হুইপ আবদুল করিম আব্বাসী ও শাহাদাত হোসেন সেলিমের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। গতকাল সোমবার রাজধানীর ফকিরাপুলের একটি হোটেলে নতুন দলের দিনব্যাপী বর্ধিতসভায় এ কথা জানান সদস্য সচিব শাহাদাত হোসেন সেলিম।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দলের আহ্বায়ক আবদুল করিম আব্বাসীর সভাপতিত্বে বর্ধিতসভায় দেশের ৩০টি জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকরা যোগ দেন। সভায় দলের কাউন্সিল সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আবদুল গনিকে আহ্বায়ক করে একটি সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। মাওলানা খালেদ সাইফুল্লাহ, সৈয়দ ইব্রাহিম রওনক ও জাকির হোসেন রিয়াজকে কমিটির যুগ্ম আহ্বায়ক এবং এমএ বাসারকে সদস্য সচিব করা হয়েছে।
গত ১৮ নভেম্বর এলডিপি ভেঙে একই নামে আরেকটি দল আত্মপ্রকাশ করে। সাত সদস্যের একটি আহ্বায়ক কমিটিও গঠন করে তারা।
বিশেষ উদ্দেশ্য নিয়ে জাতীয় মুক্তি মঞ্চ : বিএনপি ও বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বাইরে গিয়ে অলি আহমদ
বিশেষ উদ্দেশ্য নিয়ে ‘জাতীয় মুক্তি মঞ্চ’ গঠন করেছেন বলে দাবি করেছেন শাহাদাত হোসেন সেলিম। বর্ধিতসভায় তিনি বলেন, ‘অলি আহমদ দ্রুত ক্ষমতা দখল করতে চান। আমরা তার উদ্দেশ্য নিয়ে সন্দিহান হয়েই তার কাছ থেকে সরে এসেছি।’ সেলিম আরও বলেন, ‘একটি রাজনৈতিক দলের মালিক কোনো ব্যক্তি হতে পারেন না। কর্নেল অলি দাবি করেছেন এলডিপির মালিক তিনি। আমরা তার এ দাবিকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। কারণ রাজনৈতিক দল হয় দলের নামেই। কোনো ব্যক্তির নামে নয়।’