গাজীপুরে ‘বাতাসে ১৭৩ ইটভাটার ধোঁয়া’
গুঁড়িয়ে দেওয়া হলো ৮ ইটভাটা
গাজীপুর প্রতিনিধি | ৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০
গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকার বাঘিয়া, বাইমাইল নদীর পাড় ও রাজাবাড়ি এলাকার বেশ কয়েকটি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ৮টি ইটভাটা ভেঙে দিয়ে তাদের ৪০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকছুদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। সোমবার দেশ রূপান্তরে গাজীপুরের ইটভাটাগুলো নিয়ে ‘বাতাসে ১৭৩ ইটভাটার ধোঁয়া’ শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হলে তা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ নজরে আসে। পরে গতকাল দিনব্যাপী গাজীপুর মহানগরীর ৮টি ইটভাটায় একযোগে অভিযান চালানো হয়।
গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. আবদুস সালাম সরকার জানান, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে বেশ কয়েকটি ইটভাটার মালিক ভাটা চালু করেন। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে আরবিসি, বিএবি-১, বিএবি-২, বিএন্ডবি, বিএনবি, বিওএ, এমজেবি-১, এমজেবি-২ নামক ইটভাটাগুলো ভেঙে পানি দিয়ে ভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়েছে। এ সময় প্রতিটি ইটভাটার মালিককে পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়। এর মধ্যে ৫টি ইটভাটা থেকে নগদ ২৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকছুদুল ইসলাম জানান, হাইকোর্ট ও পরিবেশ অধিদপ্তরের সার্বিক নির্দেশনা অনুসারে বায়ুদূষণ প্রতিরোধে গাজীপুর মহানগর এলাকায় অবৈধ ইটভাটা ধ্বংস করা হয়েছে। যেসব ইটভাটার মালিক উপস্থিত ছিলেন তাদের বিরুদ্ধে জরিমানা ধার্য করা হয়। অভিযানে র্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আবদুস সালাম সরকার, পরিদর্শক এস কে মুজাহিদসহ জিএমপি পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন
গাজীপুর প্রতিনিধি | ৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০

গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকার বাঘিয়া, বাইমাইল নদীর পাড় ও রাজাবাড়ি এলাকার বেশ কয়েকটি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ৮টি ইটভাটা ভেঙে দিয়ে তাদের ৪০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকছুদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। সোমবার দেশ রূপান্তরে গাজীপুরের ইটভাটাগুলো নিয়ে ‘বাতাসে ১৭৩ ইটভাটার ধোঁয়া’ শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হলে তা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ নজরে আসে। পরে গতকাল দিনব্যাপী গাজীপুর মহানগরীর ৮টি ইটভাটায় একযোগে অভিযান চালানো হয়।
গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. আবদুস সালাম সরকার জানান, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে বেশ কয়েকটি ইটভাটার মালিক ভাটা চালু করেন। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে আরবিসি, বিএবি-১, বিএবি-২, বিএন্ডবি, বিএনবি, বিওএ, এমজেবি-১, এমজেবি-২ নামক ইটভাটাগুলো ভেঙে পানি দিয়ে ভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়েছে। এ সময় প্রতিটি ইটভাটার মালিককে পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়। এর মধ্যে ৫টি ইটভাটা থেকে নগদ ২৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকছুদুল ইসলাম জানান, হাইকোর্ট ও পরিবেশ অধিদপ্তরের সার্বিক নির্দেশনা অনুসারে বায়ুদূষণ প্রতিরোধে গাজীপুর মহানগর এলাকায় অবৈধ ইটভাটা ধ্বংস করা হয়েছে। যেসব ইটভাটার মালিক উপস্থিত ছিলেন তাদের বিরুদ্ধে জরিমানা ধার্য করা হয়। অভিযানে র্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আবদুস সালাম সরকার, পরিদর্শক এস কে মুজাহিদসহ জিএমপি পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।