মার্সেল এসিতে ফেসবুক পোস্ট ও কলার টিউনে ক্যাশব্যাক
অনলাইন ডেস্ক | ১৩ মে, ২০১৯ ২১:২৪
এয়ার কন্ডিশনার কিনে সেলফি বা ছবি তুলে ফেসবুকে পোস্ট দিলে ৫০০ টাকা ক্যাশব্যাক দিচ্ছে মার্সেল। আর কলার টিউন সেট করলে আরও ৫০০ টাকাসহ মোট ১ হাজার টাকা ক্যাশব্যাকের সুযোগ রয়েছে।
মার্সেলের বিপণন বিভাগ সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির যে কোনো পরিবেশক শোরুম থেকে এসি কেনার পর প্রথমে ওই পণ্যটি ডিজিটাল রেজিস্ট্রেশন করতে হবে। এরপর এসির সাথে সেলফি বা ছবি তুলে নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করে প্রোফাইল পিকচার হিসেবে সেট করবেন ক্রেতা। এ সময় ছবির সাথে তাকে কয়েকটি নির্দিষ্ট বাক্যের যে কোনো একটি লিখতে হবে। এরপর পোস্টটির একটি স্ক্রিনশট নিয়ে ০১৬৮৬৬৯৪৭৯৭ নম্বরে ভাইবার, হোয়াটসঅ্যাপ অথবা ইমো-তে পাঠালে ৫০০ টাকা ক্যাশব্যাক পাবেন ক্রেতা।
এছাড়া, মার্সেল এসির কলার টিউন সেট করে আরো ৫০০ টাকা ক্যাশব্যাক পাওয়ার সুযোগ রয়েছে।
এই অফারের বাইরে এসিতে আরও বেশ কিছু সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানটি। বিনা মূল্যে এসির ইনস্টলেশন করে দিচ্ছে মার্সেল। রয়েছে পুরো এক বছরের বিদ্যুৎ বিলের সমপরিমাণেরও বেশি টাকা ফ্রি পাওয়ার সুযোগ। তাছাড়া, চলছে ‘এসি এক্সচেঞ্জ অফার’। এর আওতায় পুরোনো এসি জমা দিলে গ্রাহক তার পছন্দকৃত নতুন মার্সেল এসির মূল্য থেকে ২৫ শতাংশ ছাড় পাবেন।
পাশাপাশি, দেশব্যাপী চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৪ এর আওতায় এসি কিনে ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে ক্রেতারা পেতে পারেন এক লাখ টাকার ক্যাশ ভাউচারসহ ল্যাপটপ, ফ্রিজ, টিভিসহ অসংখ্য হোম ও ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস ফ্রি।
ছয় মডেলের স্মার্ট এসিসহ বর্তমানে বাজারে রয়েছে ১ থেকে ২ টনের মোট ২৬ মডেলের মার্সেল এসি। দাম ৩৫,৫০০ থেকে ৭৮,০০০ টাকার মধ্যে।
৬ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টির পাশাপাশি মার্সেলের ইনভার্টার এসির কম্প্রেসরে রয়েছে ১০ বছরের গ্যারান্টি। থাকছে ৩৬ মাসের সহজ কিস্তি সুবিধায় কেনার সুযোগ।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৩ মে, ২০১৯ ২১:২৪

এয়ার কন্ডিশনার কিনে সেলফি বা ছবি তুলে ফেসবুকে পোস্ট দিলে ৫০০ টাকা ক্যাশব্যাক দিচ্ছে মার্সেল। আর কলার টিউন সেট করলে আরও ৫০০ টাকাসহ মোট ১ হাজার টাকা ক্যাশব্যাকের সুযোগ রয়েছে।
মার্সেলের বিপণন বিভাগ সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির যে কোনো পরিবেশক শোরুম থেকে এসি কেনার পর প্রথমে ওই পণ্যটি ডিজিটাল রেজিস্ট্রেশন করতে হবে। এরপর এসির সাথে সেলফি বা ছবি তুলে নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করে প্রোফাইল পিকচার হিসেবে সেট করবেন ক্রেতা। এ সময় ছবির সাথে তাকে কয়েকটি নির্দিষ্ট বাক্যের যে কোনো একটি লিখতে হবে। এরপর পোস্টটির একটি স্ক্রিনশট নিয়ে ০১৬৮৬৬৯৪৭৯৭ নম্বরে ভাইবার, হোয়াটসঅ্যাপ অথবা ইমো-তে পাঠালে ৫০০ টাকা ক্যাশব্যাক পাবেন ক্রেতা।
এছাড়া, মার্সেল এসির কলার টিউন সেট করে আরো ৫০০ টাকা ক্যাশব্যাক পাওয়ার সুযোগ রয়েছে।
এই অফারের বাইরে এসিতে আরও বেশ কিছু সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানটি। বিনা মূল্যে এসির ইনস্টলেশন করে দিচ্ছে মার্সেল। রয়েছে পুরো এক বছরের বিদ্যুৎ বিলের সমপরিমাণেরও বেশি টাকা ফ্রি পাওয়ার সুযোগ। তাছাড়া, চলছে ‘এসি এক্সচেঞ্জ অফার’। এর আওতায় পুরোনো এসি জমা দিলে গ্রাহক তার পছন্দকৃত নতুন মার্সেল এসির মূল্য থেকে ২৫ শতাংশ ছাড় পাবেন।
পাশাপাশি, দেশব্যাপী চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৪ এর আওতায় এসি কিনে ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে ক্রেতারা পেতে পারেন এক লাখ টাকার ক্যাশ ভাউচারসহ ল্যাপটপ, ফ্রিজ, টিভিসহ অসংখ্য হোম ও ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস ফ্রি।
ছয় মডেলের স্মার্ট এসিসহ বর্তমানে বাজারে রয়েছে ১ থেকে ২ টনের মোট ২৬ মডেলের মার্সেল এসি। দাম ৩৫,৫০০ থেকে ৭৮,০০০ টাকার মধ্যে।
৬ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টির পাশাপাশি মার্সেলের ইনভার্টার এসির কম্প্রেসরে রয়েছে ১০ বছরের গ্যারান্টি। থাকছে ৩৬ মাসের সহজ কিস্তি সুবিধায় কেনার সুযোগ।