ব্র্যাক ব্যাংকের রেমিট্যান্স সেবা জাপান ও দক্ষিণ কোরিয়া পর্যন্ত বিস্তৃত
নিজস্ব প্রতিবেদক | ৯ অক্টোবর, ২০২০ ০২:২২
ব্র্যাক ব্যাংক সম্প্রতি জাপান ও দক্ষিণ কোরিয়া ভিত্তিক দুটি হাই-টেক রেমিটিং সংস্থার সাথে রেমিট্যান্স ব্যবস্থা চালু করেছে।
এর ফলে এই দুই দেশে কর্মরত বাংলাদেশি কর্মজীবী মানুষ এখন এই সংস্থা দুটির মাধ্যমে দেশে অর্থ প্রেরণ করতে পারবেন।
জাপানে ব্র্যাক ব্যাংকের রেমিট্যান্স পার্টনার হয়েছে "এন অ্যান্ড পি কোম্পানী লিমিটেড", যা এশিয়া-প্যাসিফিক অঞ্চলে 'কিউএস রেমিট' নামে বহুল পরিচিত। সংস্থাটি বর্তমানে জাপান এবং দক্ষিণ কোরিয়ার শাখা সহ ১৫ টি দেশে রেমিট্যান্স সেবা দিচ্ছে।
দক্ষিণ কোরিয়ায় "ই৯পে কোম্পানী লিমিটেড"-এর সাথে পার্টনারশিপ করেছে ব্র্যাক ব্যাংক। কোম্পানীটি ২১ টি দেশে রেমিট্যান্স সেবা প্রদান করে। ব্র্যাক ব্যাংকই বাংলাদেশে তাদের প্রথম রেমিটিং পার্টনার।
ব্র্যাক ব্যাংকের রিটেইল ব্যাংকিয়ের প্রধান মোঃ মাহীয়ুল ইসলাম বলেছেন: "জাপান ও দক্ষিণ কোরিয়ায় প্রায় ৬০,০০০ বাংলাদেশি কাজ করছেন। ব্র্যাক ব্যাংক যেসব সংস্থাগুলির সাথে অংশীদারিত্ব করেছে তাদের রয়েছে দৃঢ় ও সুরক্ষিত অবকাঠামো যা সবচাইতে সাশ্রয়ী ও সুলভে দেশে টাকা পাঠাতে সহায়তা করবে। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশী প্রবাসীরা জাপান ও দক্ষিণ কোরিয়া থেকে রিয়েল-টাইম ডিজিটাল পেমেন্ট সলিউশন ব্যবহারের সুবিধা পাবেন।"
বাংলাদেশে রেমিট্যান্স গ্রহীতারা ব্র্যাক ব্যাংকের দেশব্যাপী যেকোন শাখা, নির্বাচিত এসএমই ইউনিট অফিস, এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং বিকাশ ওয়ালেট থেকে এই রেমিট্যান্সের অর্থ সংগ্রহ করতে পারবেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৯ অক্টোবর, ২০২০ ০২:২২

ব্র্যাক ব্যাংক সম্প্রতি জাপান ও দক্ষিণ কোরিয়া ভিত্তিক দুটি হাই-টেক রেমিটিং সংস্থার সাথে রেমিট্যান্স ব্যবস্থা চালু করেছে।
এর ফলে এই দুই দেশে কর্মরত বাংলাদেশি কর্মজীবী মানুষ এখন এই সংস্থা দুটির মাধ্যমে দেশে অর্থ প্রেরণ করতে পারবেন।
জাপানে ব্র্যাক ব্যাংকের রেমিট্যান্স পার্টনার হয়েছে "এন অ্যান্ড পি কোম্পানী লিমিটেড", যা এশিয়া-প্যাসিফিক অঞ্চলে 'কিউএস রেমিট' নামে বহুল পরিচিত। সংস্থাটি বর্তমানে জাপান এবং দক্ষিণ কোরিয়ার শাখা সহ ১৫ টি দেশে রেমিট্যান্স সেবা দিচ্ছে।
দক্ষিণ কোরিয়ায় "ই৯পে কোম্পানী লিমিটেড"-এর সাথে পার্টনারশিপ করেছে ব্র্যাক ব্যাংক। কোম্পানীটি ২১ টি দেশে রেমিট্যান্স সেবা প্রদান করে। ব্র্যাক ব্যাংকই বাংলাদেশে তাদের প্রথম রেমিটিং পার্টনার।
ব্র্যাক ব্যাংকের রিটেইল ব্যাংকিয়ের প্রধান মোঃ মাহীয়ুল ইসলাম বলেছেন: "জাপান ও দক্ষিণ কোরিয়ায় প্রায় ৬০,০০০ বাংলাদেশি কাজ করছেন। ব্র্যাক ব্যাংক যেসব সংস্থাগুলির সাথে অংশীদারিত্ব করেছে তাদের রয়েছে দৃঢ় ও সুরক্ষিত অবকাঠামো যা সবচাইতে সাশ্রয়ী ও সুলভে দেশে টাকা পাঠাতে সহায়তা করবে। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশী প্রবাসীরা জাপান ও দক্ষিণ কোরিয়া থেকে রিয়েল-টাইম ডিজিটাল পেমেন্ট সলিউশন ব্যবহারের সুবিধা পাবেন।"
বাংলাদেশে রেমিট্যান্স গ্রহীতারা ব্র্যাক ব্যাংকের দেশব্যাপী যেকোন শাখা, নির্বাচিত এসএমই ইউনিট অফিস, এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং বিকাশ ওয়ালেট থেকে এই রেমিট্যান্সের অর্থ সংগ্রহ করতে পারবেন।