শেষ হলো ‘বিটিআই মেগা সেলস ইভেন্ট-২০২১’
নিজস্ব প্রতিবেদক | ১৯ ডিসেম্বর, ২০২১ ১৮:০৯
শেষ হয়েছে ‘বিটিআই মেগা সেলস ইভেন্ট ২০২১’র আয়োজন। বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেড ১০ এবং ১১ ডিসেম্বর গুলশান-২ এ বিটিআই’র হেড অফিসের সেলিব্রেশন পয়েন্টে এ আয়োজন করে।
এ ইভেন্টে ঢাকা ও চট্টগ্রামের ৩০টি লোকেশনের ৪৪টি প্রজেক্টে ৮০০রও বেশি অ্যাপার্টমেন্ট প্রদর্শন করা হয়। মূল আকর্ষণ ছিলো বিটিআই-এর হোম-লোন পার্টনারদের পক্ষ থেকে কিছু বিশেষ অফার এবং বাংলাদেশের রিয়েল এস্টেট সম্পর্কিত কিছু মুল্যবান তথ্য সম্পর্কে গ্রাহকদের অবহিত করা।
এ ছাড়া, বিশেষজ্ঞদের দ্বারা একটি বিশেষ ‘নলেজ সেশন’ আয়োজন করা হয় যেখানে কর সংক্রান্ত বিষয়, বিটিআই নির্মাণ শিল্প এবং অনবদ্য কাস্টমার সার্ভিসের ওপর বিশদ আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বিটিআই-এর অতিথি এবং ব্যাংক পার্টনারসহ প্রায় ৪০০ জন উপস্থিত ছিলেন। গ্রাহকদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ইভেন্টের সফল সঞ্চালন বিটিআই-এর জন্য একটি মাইলফলক হয়ে থাকবে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১৯ ডিসেম্বর, ২০২১ ১৮:০৯

শেষ হয়েছে ‘বিটিআই মেগা সেলস ইভেন্ট ২০২১’র আয়োজন। বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেড ১০ এবং ১১ ডিসেম্বর গুলশান-২ এ বিটিআই’র হেড অফিসের সেলিব্রেশন পয়েন্টে এ আয়োজন করে।
এ ইভেন্টে ঢাকা ও চট্টগ্রামের ৩০টি লোকেশনের ৪৪টি প্রজেক্টে ৮০০রও বেশি অ্যাপার্টমেন্ট প্রদর্শন করা হয়। মূল আকর্ষণ ছিলো বিটিআই-এর হোম-লোন পার্টনারদের পক্ষ থেকে কিছু বিশেষ অফার এবং বাংলাদেশের রিয়েল এস্টেট সম্পর্কিত কিছু মুল্যবান তথ্য সম্পর্কে গ্রাহকদের অবহিত করা।
এ ছাড়া, বিশেষজ্ঞদের দ্বারা একটি বিশেষ ‘নলেজ সেশন’ আয়োজন করা হয় যেখানে কর সংক্রান্ত বিষয়, বিটিআই নির্মাণ শিল্প এবং অনবদ্য কাস্টমার সার্ভিসের ওপর বিশদ আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বিটিআই-এর অতিথি এবং ব্যাংক পার্টনারসহ প্রায় ৪০০ জন উপস্থিত ছিলেন। গ্রাহকদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ইভেন্টের সফল সঞ্চালন বিটিআই-এর জন্য একটি মাইলফলক হয়ে থাকবে।