প্রচিত আইএমসি লিমিটেডের ১১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক | ২২ ডিসেম্বর, ২০২১ ১৮:৫০
দেশের অন্যতম অ্যাডভারটাইজিং এজেন্সি প্রচিত আইএমসি লিমিটেডের ১১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৮ ডিসেম্বর প্রচিত আইএমসি লিমিটেডের বনানীর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন প্রচিত আইএমসি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাবিনা ইয়াসমীন। প্রচিত পরিবারের সকল সদস্যসহ আরও উপস্থিত ছিলেন পরিচালক জামাল হোসেন (বিন্দু) ও নির্বাহী পরিচালক রওশনয়ারা জামান মিলি।
এ সময় ২০২১ সালের ব্যবসার পর্যালোচনা ছাড়াও ২০২২ সালের ব্যবসার সার্বিক দিক নিয়েও সভায় আলোচনা হয়।
কাজের দক্ষতা বিবেচনায় ৫ জন সদস্যকে বিভাগীয় ভাবে বছর সেরা হিসেবে পুরস্কৃত করা হয়। প্রচিতের ব্যবস্থাপনা পরিচালক সাবিনা ইয়াসমীন তাদের হাতে পুরস্কার তুলে দেন। তারা হলেন- হাবিবুর রহমান (শিবলী)-মিডিয়া, মীর আফরাদ আকীব- ক্লায়েন্ট সার্ভিস, সাদমান আহমেদ (রাহাত)- ক্রিয়েটিভ, সোলাইমান হোসেন- ডিজিটাল মার্কেটিং, সাবু মোল্লা- অ্যাডমিন অ্যাকাউন্টস।
এ ছাড়া সভায় নতুন বছরে কোম্পানির সকলের জন্য বেশ কিছু সুযোগ-সুবিধার ঘোষণা দেন প্রচিতের ব্যবস্থাপনা পরিচালক সাবিনা ইয়াসমীন।
প্রচিত আইএমসি লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান রোদসীর ম্যাগাজিনের সকল সদস্যও সভায় উপস্থিত ছিলেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২২ ডিসেম্বর, ২০২১ ১৮:৫০

দেশের অন্যতম অ্যাডভারটাইজিং এজেন্সি প্রচিত আইএমসি লিমিটেডের ১১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৮ ডিসেম্বর প্রচিত আইএমসি লিমিটেডের বনানীর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন প্রচিত আইএমসি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাবিনা ইয়াসমীন। প্রচিত পরিবারের সকল সদস্যসহ আরও উপস্থিত ছিলেন পরিচালক জামাল হোসেন (বিন্দু) ও নির্বাহী পরিচালক রওশনয়ারা জামান মিলি।
এ সময় ২০২১ সালের ব্যবসার পর্যালোচনা ছাড়াও ২০২২ সালের ব্যবসার সার্বিক দিক নিয়েও সভায় আলোচনা হয়।
কাজের দক্ষতা বিবেচনায় ৫ জন সদস্যকে বিভাগীয় ভাবে বছর সেরা হিসেবে পুরস্কৃত করা হয়। প্রচিতের ব্যবস্থাপনা পরিচালক সাবিনা ইয়াসমীন তাদের হাতে পুরস্কার তুলে দেন। তারা হলেন- হাবিবুর রহমান (শিবলী)-মিডিয়া, মীর আফরাদ আকীব- ক্লায়েন্ট সার্ভিস, সাদমান আহমেদ (রাহাত)- ক্রিয়েটিভ, সোলাইমান হোসেন- ডিজিটাল মার্কেটিং, সাবু মোল্লা- অ্যাডমিন অ্যাকাউন্টস।
এ ছাড়া সভায় নতুন বছরে কোম্পানির সকলের জন্য বেশ কিছু সুযোগ-সুবিধার ঘোষণা দেন প্রচিতের ব্যবস্থাপনা পরিচালক সাবিনা ইয়াসমীন।
প্রচিত আইএমসি লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান রোদসীর ম্যাগাজিনের সকল সদস্যও সভায় উপস্থিত ছিলেন।