জীবন বীমার নতুন চেয়ারম্যানের যোগদান
অনলাইন ডেস্ক | ১২ মার্চ, ২০২২ ১০:২৫
জীবন বীমা কর্পোরেশনের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান পদে গত ৭ মার্চ যোগদান করেছেন মো. আসাদুল ইসলাম।
এদিন তাকে ফুলেল শুভেচ্ছাসহ বরণ করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্পোরেশনের ম্যানেজিং ডাইরেক্টর মো. সাইফুল ইসলাম (অতিরিক্ত সচিব), আবু হেনা মো. মোস্তফা কামাল, জিএম (যুগ্ম সচিব), মো. রেজাউল করিম, জিএম (উপ-সচিব), ডিজিএম ও ম্যানেজার-জনসংযোগসহ অন্যান্য কর্মকর্তারা।
গত ১০ মার্চ ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মো. আসাদুল ইসলাম।
মো. আসাদুল ইসলাম বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের সদস্য ছিলেন এবং সরকারের সিনিয়র সচিব হিসেবে অবসর গ্রহণ করেন। তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব পদেও দায়িত্ব পালন করেন। এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দপ্তরে বিভিন্ন পদে কর্মরত ছিলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশীয় আঞ্চলিক কার্যালয় নয়াদিল্লিতে ইন্টারন্যাশনাল প্রফেশনাল হিসেবে কাজ করেছেন।
জীবন বীমার নতুন চেয়ার মো. আসাদুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতক (সম্মান) ও মাস্টার্স ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে নেদারল্যান্ডসের ইনস্টিটিউট অব সোশ্যাল স্টাডিজ থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা এবং যুক্তরাজ্যের কলি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন। তিনি দেশে-বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
১৯৬২ সালে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় জন্ম মো. আসাদুল ইসলামের। তিনি দুই সন্তানের জনক।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১২ মার্চ, ২০২২ ১০:২৫

জীবন বীমা কর্পোরেশনের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান পদে গত ৭ মার্চ যোগদান করেছেন মো. আসাদুল ইসলাম।
এদিন তাকে ফুলেল শুভেচ্ছাসহ বরণ করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্পোরেশনের ম্যানেজিং ডাইরেক্টর মো. সাইফুল ইসলাম (অতিরিক্ত সচিব), আবু হেনা মো. মোস্তফা কামাল, জিএম (যুগ্ম সচিব), মো. রেজাউল করিম, জিএম (উপ-সচিব), ডিজিএম ও ম্যানেজার-জনসংযোগসহ অন্যান্য কর্মকর্তারা।
গত ১০ মার্চ ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মো. আসাদুল ইসলাম।
মো. আসাদুল ইসলাম বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের সদস্য ছিলেন এবং সরকারের সিনিয়র সচিব হিসেবে অবসর গ্রহণ করেন। তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব পদেও দায়িত্ব পালন করেন। এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দপ্তরে বিভিন্ন পদে কর্মরত ছিলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশীয় আঞ্চলিক কার্যালয় নয়াদিল্লিতে ইন্টারন্যাশনাল প্রফেশনাল হিসেবে কাজ করেছেন।
জীবন বীমার নতুন চেয়ার মো. আসাদুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতক (সম্মান) ও মাস্টার্স ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে নেদারল্যান্ডসের ইনস্টিটিউট অব সোশ্যাল স্টাডিজ থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা এবং যুক্তরাজ্যের কলি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন। তিনি দেশে-বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
১৯৬২ সালে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় জন্ম মো. আসাদুল ইসলামের। তিনি দুই সন্তানের জনক।