এফবিসিসিআই ও বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের মধ্যে সমঝোতা চুক্তি
নিজস্ব প্রতিবেদক | ১৬ মার্চ, ২০২২ ১৫:২৫
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) ও বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের মধ্যে ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে একটি দ্বিপক্ষীয় সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
গত ১১ মার্চ দুবাইয়ে বাংলাদেশি সর্ববৃহৎ প্রতিষ্ঠান আল হারামাইন গ্রুপ অব কোম্পানিজের কনফারেন্স হলে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন এবং বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সভাপতি, আল হারামাইন গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান এ চুক্তিতে স্বাক্ষর করেন।
মোহাম্মদ মাহতাবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসআইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়েত-উল-ইসলাম ও বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন।
বিএসআইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়েত-উল-ইসলাম বলেন, দুবাইতে বসে পৃথিবীর সব জায়গায় সাশ্রয়ে ব্যবসা করা সম্ভব। তাই দুবাইতে ট্রেড সেন্টার প্রতিষ্ঠা করা অপরিহার্য বলে মনে করেন তিনি।
এফবিসিসিআই সভাপতি জনাব মো. জসিম উদ্দিন বলেন, বাংলাদেশের বিজনেস সেক্টরগুলোকে প্রোমোট করতে যা যা করা দরকার এফবিসিসিআই সকল সহযোগিতা প্রদান করবে।
অন্যদিকে, বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সভাপতি মোহাম্মদ মাহতাবুর রহমান দুবাইতে ট্রেড সেন্টার প্রতিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, ট্রেড সেন্টার নির্মাণ করা হলে বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসা করা অনেক সহজ হবে।
অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের প্রতিনিধিদলসহ বিজনেস কাউন্সিলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আইয়ুব আলী বাবুল, জেনারেল সেক্রেটারি মো. সাইফুদ্দিন আহমেদ এবং ভাইস প্রেসিডেন্ট মো. রাজা মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১৬ মার্চ, ২০২২ ১৫:২৫

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) ও বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের মধ্যে ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে একটি দ্বিপক্ষীয় সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
গত ১১ মার্চ দুবাইয়ে বাংলাদেশি সর্ববৃহৎ প্রতিষ্ঠান আল হারামাইন গ্রুপ অব কোম্পানিজের কনফারেন্স হলে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন এবং বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সভাপতি, আল হারামাইন গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান এ চুক্তিতে স্বাক্ষর করেন।
মোহাম্মদ মাহতাবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসআইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়েত-উল-ইসলাম ও বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন।
বিএসআইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়েত-উল-ইসলাম বলেন, দুবাইতে বসে পৃথিবীর সব জায়গায় সাশ্রয়ে ব্যবসা করা সম্ভব। তাই দুবাইতে ট্রেড সেন্টার প্রতিষ্ঠা করা অপরিহার্য বলে মনে করেন তিনি।
এফবিসিসিআই সভাপতি জনাব মো. জসিম উদ্দিন বলেন, বাংলাদেশের বিজনেস সেক্টরগুলোকে প্রোমোট করতে যা যা করা দরকার এফবিসিসিআই সকল সহযোগিতা প্রদান করবে।
অন্যদিকে, বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সভাপতি মোহাম্মদ মাহতাবুর রহমান দুবাইতে ট্রেড সেন্টার প্রতিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, ট্রেড সেন্টার নির্মাণ করা হলে বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসা করা অনেক সহজ হবে।
অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের প্রতিনিধিদলসহ বিজনেস কাউন্সিলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আইয়ুব আলী বাবুল, জেনারেল সেক্রেটারি মো. সাইফুদ্দিন আহমেদ এবং ভাইস প্রেসিডেন্ট মো. রাজা মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।