প্রথমবারের মতো ‘ডায়মন্ড ওয়ার্ল্ড গর্বিত বাবা’ পুরস্কার
নিজস্ব প্রতিবেদক | ১৭ জুন, ২০২২ ১৮:৩৬
দেশে প্রথমবারের মতো ‘গর্বিত বাবা ফাউন্ডেশন’র উদ্যোগে ২৫ বাবার হাতে তুলে দেওয়া হবে ‘ডায়মন্ড ওয়ার্ল্ড গর্বিত বাবা’ পুরস্কার। রবিবার (১৯ জুন) রাজধানীর হোটেল ওয়েস্টিনের গ্র্যান্ড বল রুমে বাবা দিবসে ওই ২৫ জনকে সম্মানিত করা হবে।
জানা গেছে, গর্বিত বাবা ফাউন্ডেশনের ওয়েবসাইট এবং ফেসবুক পেজের মাধ্যমে সন্তান নিজের বাবার জন্য অথবা যেকোনো ব্যক্তি অন্যের বাবার জন্য আবেদন করেন। সন্তানকে নিয়ে গর্ব করতে পারেন এমন ২৫ বাবাকে বাছাই করা হয় উক্ত পুরস্কারের জন্য। গর্বিত বাবা ফাউন্ডেশনের কর্মীরা বিচার-বিশ্লেষণ করে ২৫ জনকে মনোনিত করেন।
ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়, প্রত্যেক বাবা তার সন্তান ও পরিবারকে নিয়ে আলাদাভাবে বাবা দিবসের কেক কাটবেন। এরপর দেশ সেরা ক্ষুদে শিল্পী জাইমা নূর গাইবে বাবাকে নিয়ে গান। উপস্থাপিকা শান্তা জাহানেরর সঞ্চালনায় বাবাদের হাতে পুরস্কার তুলে দেবেন এবং উত্তরীয় পরিয়ে দেবেন অতিথিরা।
উল্লেখ্য বাবাদের জন্য কাজ করার স্বপ্ন নিয়েই গর্বিত বাবা ফাউন্ডেশন যাত্রা শুরু করেছে। সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে ‘আন্ডারস্টান্ডিং ড্যাড’ এবং ‘বাবাকে জানো’ প্রোগ্রাম চালু থাকবে।
এ ছাড়া ‘বাবা’ নামে একটি ত্রৈমাসিক ম্যাগাজিন বের করবে সংগঠনটি। যেখানে থাকবে ছবি, চিত্রাঙ্কন, স্মৃতিকথা, ছোট গল্প ও কবিতা।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, তাদের বড় একটি স্বপ্ন আছে। তারা একটি ‘আনন্দ আশ্রম’ প্রতিষ্ঠা করবে। বৃদ্ধ বাবারা যাতে শেষ দিনগুলো সুন্দরভাবে আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পারেন তার সার্বিক ব্যবস্থা সেখানে থাকবে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১৭ জুন, ২০২২ ১৮:৩৬

দেশে প্রথমবারের মতো ‘গর্বিত বাবা ফাউন্ডেশন’র উদ্যোগে ২৫ বাবার হাতে তুলে দেওয়া হবে ‘ডায়মন্ড ওয়ার্ল্ড গর্বিত বাবা’ পুরস্কার। রবিবার (১৯ জুন) রাজধানীর হোটেল ওয়েস্টিনের গ্র্যান্ড বল রুমে বাবা দিবসে ওই ২৫ জনকে সম্মানিত করা হবে।
জানা গেছে, গর্বিত বাবা ফাউন্ডেশনের ওয়েবসাইট এবং ফেসবুক পেজের মাধ্যমে সন্তান নিজের বাবার জন্য অথবা যেকোনো ব্যক্তি অন্যের বাবার জন্য আবেদন করেন। সন্তানকে নিয়ে গর্ব করতে পারেন এমন ২৫ বাবাকে বাছাই করা হয় উক্ত পুরস্কারের জন্য। গর্বিত বাবা ফাউন্ডেশনের কর্মীরা বিচার-বিশ্লেষণ করে ২৫ জনকে মনোনিত করেন।
ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়, প্রত্যেক বাবা তার সন্তান ও পরিবারকে নিয়ে আলাদাভাবে বাবা দিবসের কেক কাটবেন। এরপর দেশ সেরা ক্ষুদে শিল্পী জাইমা নূর গাইবে বাবাকে নিয়ে গান। উপস্থাপিকা শান্তা জাহানেরর সঞ্চালনায় বাবাদের হাতে পুরস্কার তুলে দেবেন এবং উত্তরীয় পরিয়ে দেবেন অতিথিরা।

উল্লেখ্য বাবাদের জন্য কাজ করার স্বপ্ন নিয়েই গর্বিত বাবা ফাউন্ডেশন যাত্রা শুরু করেছে। সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে ‘আন্ডারস্টান্ডিং ড্যাড’ এবং ‘বাবাকে জানো’ প্রোগ্রাম চালু থাকবে।
এ ছাড়া ‘বাবা’ নামে একটি ত্রৈমাসিক ম্যাগাজিন বের করবে সংগঠনটি। যেখানে থাকবে ছবি, চিত্রাঙ্কন, স্মৃতিকথা, ছোট গল্প ও কবিতা।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, তাদের বড় একটি স্বপ্ন আছে। তারা একটি ‘আনন্দ আশ্রম’ প্রতিষ্ঠা করবে। বৃদ্ধ বাবারা যাতে শেষ দিনগুলো সুন্দরভাবে আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পারেন তার সার্বিক ব্যবস্থা সেখানে থাকবে।