ফোনালাপ ফাঁস
আমীর খসরুর জামিন বাড়ল ১৪ দিন
নিজস্ব প্রতিবেদক | ৭ অক্টোবর, ২০১৮ ১৮:৩১
ফাইল ছবি
নিরাপদ সড়ক দাবিতে চলমান আন্দোলনের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর ছড়িয়ে পড়া আলোচিত ফোনালাপের ঘটনায় দায়ের করা মামলায় তার জামিনের মেয়াদ বাড়িয়েছেন আদালত। জামিনের মেয়াদ ৭ অক্টোবর থেকে বাড়িয়ে ২১ অক্টোরব করা হয়েছে।
রোববার চট্টগ্রামের জেলা দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে এই মেয়াদ বাড়ানো হয়। এরআগে এ মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন বিএনপির এই নেতা।
আমীর খসরু মাহমুদ চৌধুরীর আইনজীবী ও চট্টগ্রাম মহানগর আদালতের সাবেক পিপি আবদুস সাত্তার এই খবর জানিয়েছেন।
অ্যাডভোকেট আবদুস সাত্তার বলেন, উচ্চ আদালতের দেয়া জামিনের মেয়াদ শেষ হওয়ায় আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম জেলা দায়রা জজের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।
উল্লেখ্য, ছাত্র আন্দোলন নিয়ে গত ৪ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিএনপির কেন্দ্রীয় নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর একটি ফোনালাপ প্রকাশ হয়। এতে আন্দোলনে যোগ দিতে কুমিল্লার এক তরুণের সঙ্গে তিনি কথা বলছিলেন বলে দাবি করা। যদিও বিষয়টি অস্বীকার করে আসছেন আমীর খসরু।
এ ঘটনায় ওইদিনই চট্টগ্রাম নগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর বাদী হয়ে নগরের কোতোয়ালি থানায় তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ (২) ধারা ও বিশেষ ক্ষমতা আইনের ১৫/৩ ধারায় মামলা দায়ের করেন। মামলায় আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে নাশকতার উসকানি ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়।
মামলাটি দায়েরের পর আমীর খসরু মাহমুদ চৌধুরী উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিন নেন। রাষ্ট্রপক্ষ ১ অক্টোবর জামিন স্থগিত চেয়ে আপিল করলে তা খারিজ করে দেয় আপিল বিভাগ।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৭ অক্টোবর, ২০১৮ ১৮:৩১

নিরাপদ সড়ক দাবিতে চলমান আন্দোলনের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর ছড়িয়ে পড়া আলোচিত ফোনালাপের ঘটনায় দায়ের করা মামলায় তার জামিনের মেয়াদ বাড়িয়েছেন আদালত। জামিনের মেয়াদ ৭ অক্টোবর থেকে বাড়িয়ে ২১ অক্টোরব করা হয়েছে।
রোববার চট্টগ্রামের জেলা দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে এই মেয়াদ বাড়ানো হয়। এরআগে এ মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন বিএনপির এই নেতা।
আমীর খসরু মাহমুদ চৌধুরীর আইনজীবী ও চট্টগ্রাম মহানগর আদালতের সাবেক পিপি আবদুস সাত্তার এই খবর জানিয়েছেন।
অ্যাডভোকেট আবদুস সাত্তার বলেন, উচ্চ আদালতের দেয়া জামিনের মেয়াদ শেষ হওয়ায় আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম জেলা দায়রা জজের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।
উল্লেখ্য, ছাত্র আন্দোলন নিয়ে গত ৪ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিএনপির কেন্দ্রীয় নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর একটি ফোনালাপ প্রকাশ হয়। এতে আন্দোলনে যোগ দিতে কুমিল্লার এক তরুণের সঙ্গে তিনি কথা বলছিলেন বলে দাবি করা। যদিও বিষয়টি অস্বীকার করে আসছেন আমীর খসরু।
এ ঘটনায় ওইদিনই চট্টগ্রাম নগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর বাদী হয়ে নগরের কোতোয়ালি থানায় তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ (২) ধারা ও বিশেষ ক্ষমতা আইনের ১৫/৩ ধারায় মামলা দায়ের করেন। মামলায় আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে নাশকতার উসকানি ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়।
মামলাটি দায়েরের পর আমীর খসরু মাহমুদ চৌধুরী উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিন নেন। রাষ্ট্রপক্ষ ১ অক্টোবর জামিন স্থগিত চেয়ে আপিল করলে তা খারিজ করে দেয় আপিল বিভাগ।