প্রার্থিতা ফিরে পেতে আপিল খালেদার
নিজস্ব প্রতিবেদক | ২৩ ডিসেম্বর, ২০১৮ ১৯:৪৮
তিনটি নির্বাচনী আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আবেদনের ওপর হাইকোর্টের একক বেঞ্চ যে খারিজ আদেশ দিয়েছিলেন এর বিরুদ্ধে আপিল করা হয়েছে।
সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে বিষয়টি শুনানির জন্য রোববার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে বলে নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের আইনজীবী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
দেশ রূপান্তর তিনি বলেন, ‘আপিল বিভাগের অ্যাডভোকেট অন রেকর্ডের মাধ্যমে আমরা আবেদন করেছি। কার্যতালিকায় আসলে চেম্বার আদালতে এর ওপর শুনানি হবে।’
খালেদা জিয়ার মনোনয়নপত্র ইসিতে বাতিল হওয়ার পর তা ফিরে পেতে হাইকোর্টে আবেদন করা হয়। আলাদা তিনটি রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গত ১৮ ডিসেম্বর এক আদেশে তা খারিজ করে দেন বিচারপতি জে বি হাসানের একক হাইকোর্ট বেঞ্চ।
এর আগে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে গত ১১ই ডিসেম্বর এ বিষয়ে বিভক্ত আদেশ হলে পরদিন বিচারপতি জে বি এম হাসানের একক বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করে দিয়েছিলেন প্রধান বিচারপতি।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ১০ বছর ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ৭ বছরের কারাদণ্ডপাপ্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে কারাগারে রয়েছেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া- ৬ ও ৭ এবং ফেনী- ১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। যাচাই বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
পরে রিটার্নিং কর্মকর্তার ওই সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করা হলে গত ৮ই ডিসেম্বর ইসিতে শুনানি শেষে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিকে খালেদা জিয়ার আপিল খারিজ করে দেয় নির্বাচন কমিশন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৩ ডিসেম্বর, ২০১৮ ১৯:৪৮

তিনটি নির্বাচনী আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আবেদনের ওপর হাইকোর্টের একক বেঞ্চ যে খারিজ আদেশ দিয়েছিলেন এর বিরুদ্ধে আপিল করা হয়েছে।
সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে বিষয়টি শুনানির জন্য রোববার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে বলে নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের আইনজীবী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
দেশ রূপান্তর তিনি বলেন, ‘আপিল বিভাগের অ্যাডভোকেট অন রেকর্ডের মাধ্যমে আমরা আবেদন করেছি। কার্যতালিকায় আসলে চেম্বার আদালতে এর ওপর শুনানি হবে।’
খালেদা জিয়ার মনোনয়নপত্র ইসিতে বাতিল হওয়ার পর তা ফিরে পেতে হাইকোর্টে আবেদন করা হয়। আলাদা তিনটি রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গত ১৮ ডিসেম্বর এক আদেশে তা খারিজ করে দেন বিচারপতি জে বি হাসানের একক হাইকোর্ট বেঞ্চ।
এর আগে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে গত ১১ই ডিসেম্বর এ বিষয়ে বিভক্ত আদেশ হলে পরদিন বিচারপতি জে বি এম হাসানের একক বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করে দিয়েছিলেন প্রধান বিচারপতি।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ১০ বছর ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ৭ বছরের কারাদণ্ডপাপ্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে কারাগারে রয়েছেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া- ৬ ও ৭ এবং ফেনী- ১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। যাচাই বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
পরে রিটার্নিং কর্মকর্তার ওই সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করা হলে গত ৮ই ডিসেম্বর ইসিতে শুনানি শেষে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিকে খালেদা জিয়ার আপিল খারিজ করে দেয় নির্বাচন কমিশন।