সশস্ত্রবাহিনীর মাধ্যমে ভোটগ্রহণ, গণনা ও ফলাফল ঘোষণা চেয়ে রিট
নিজস্ব প্রতিবেদক | ২৩ ডিসেম্বর, ২০১৮ ১৯:৫৩
সশস্ত্রবাহিনীর মাধ্যমে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ, গণনা ও ফলাফল ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ও ঢাকা-৮ নির্বাচনী আসনে জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী ইউনুছ আলী আকন্দ রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন।
দেশ রূপান্তর তিনি জানান, আবেদনে নির্বাচন কমিশন কর্মকর্তা, কর্মচারীদের মাধ্যমে একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, সারাদেশের সব ভোটকেন্দ্রে সশস্ত্রবাহিনীর মাধ্যমে ভোটগ্রহণ, গণনা ও ফলাফল প্রকাশের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর জোটবদ্ধ হয়ে নির্বাচন কেন অবৈধ হবে না- এ মর্মেও রুল চাওয়া হয়েছে। এছাড়া এক দলের প্রার্থী অন্য দলের প্রতীক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। পাশাপাশি রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ঢাকা-৮ আসনের সশস্ত্রবাহিনীর মাধ্যমে ভোটগ্রহণ, গণনা ও ফলাফল ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে।
ইউনুছ আলী আকন্দ আরো জানান, রিটে মন্ত্রী পরিষদ সচিব, আইন সচিব, প্রধান নির্বাচন কমিশনার, ১৪ দলের পক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ২০ দলীয় জোটের পক্ষে বিএনপি মহাসচিব, ঢাকা-৮ আসনে মহাজোট প্রার্থী রাশেদ খান মেনন, জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী মির্জা আব্বাস, স্বরাষ্ট্র সচিবসহ ১০ জনকে বিবাদী করা হয়েছে।
সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট একটি অবকাশকালীন বেঞ্চে এটি শুনানির জন্য উপস্থাপন করা হবে বলে জানান তিনি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৩ ডিসেম্বর, ২০১৮ ১৯:৫৩

সশস্ত্রবাহিনীর মাধ্যমে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ, গণনা ও ফলাফল ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ও ঢাকা-৮ নির্বাচনী আসনে জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী ইউনুছ আলী আকন্দ রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন।
দেশ রূপান্তর তিনি জানান, আবেদনে নির্বাচন কমিশন কর্মকর্তা, কর্মচারীদের মাধ্যমে একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, সারাদেশের সব ভোটকেন্দ্রে সশস্ত্রবাহিনীর মাধ্যমে ভোটগ্রহণ, গণনা ও ফলাফল প্রকাশের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর জোটবদ্ধ হয়ে নির্বাচন কেন অবৈধ হবে না- এ মর্মেও রুল চাওয়া হয়েছে। এছাড়া এক দলের প্রার্থী অন্য দলের প্রতীক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। পাশাপাশি রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ঢাকা-৮ আসনের সশস্ত্রবাহিনীর মাধ্যমে ভোটগ্রহণ, গণনা ও ফলাফল ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে।
ইউনুছ আলী আকন্দ আরো জানান, রিটে মন্ত্রী পরিষদ সচিব, আইন সচিব, প্রধান নির্বাচন কমিশনার, ১৪ দলের পক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ২০ দলীয় জোটের পক্ষে বিএনপি মহাসচিব, ঢাকা-৮ আসনে মহাজোট প্রার্থী রাশেদ খান মেনন, জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী মির্জা আব্বাস, স্বরাষ্ট্র সচিবসহ ১০ জনকে বিবাদী করা হয়েছে।
সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট একটি অবকাশকালীন বেঞ্চে এটি শুনানির জন্য উপস্থাপন করা হবে বলে জানান তিনি।