‘জামায়াত প্রার্থীদের’ ইসির দেওয়া বৈধতা চ্যালেঞ্জ করে রিট
নিজস্ব প্রতিবেদক | ২৬ ডিসেম্বর, ২০১৮ ১২:৪১
ধানের শীষ প্রতীকে ‘জামায়াতে ইসলামীর’ ২৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।
বুধবার রিট আবেদনটি করেন তরিকত ফেডারেশনের মহাসচিব রেজাউল হক চাঁদপুরীসহ দলটির চার নেতা।
রিটকারীদের পক্ষে এটি বিচারপতি জেবিএম হাসানের নেতৃত্বে গঠিত বেঞ্চে উপস্থাপন করেন ব্যারিস্টার তানিয়া আমীর।
তিনি জানান, বৃহস্পতিবার এই রিটের বিষয়ে শুনানি হতে পারে।
প্রসঙ্গত, এর আগে গত সপ্তাহে হাইকোর্টের একটি বেঞ্চ ধানের শীষ প্রতীকে ‘জামায়াতের এই প্রার্থীদের’ মনোনয়নপত্র বৈধতার বিষয়টি তিন কার্যদিবসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন। পরে ইসি তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
এবিষয়ে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ‘ধানের শীষ প্রতীকে জামায়াতের কোনো প্রার্থী নেই। জামায়াত নামের কোনো দলের নিবন্ধন নেই। এরা সবাই ঐক্যফ্রন্টের প্রার্থী।’
উল্লেখ্য, হাইকোর্টের একটি বেঞ্চ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে। বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম এই শরিক দলটি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে ২৫টি আসনে লড়ছে। কয়েকজন জামায়াত নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলাদা প্রতীক নিয়েও লড়ছেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৬ ডিসেম্বর, ২০১৮ ১২:৪১

ধানের শীষ প্রতীকে ‘জামায়াতে ইসলামীর’ ২৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।
বুধবার রিট আবেদনটি করেন তরিকত ফেডারেশনের মহাসচিব রেজাউল হক চাঁদপুরীসহ দলটির চার নেতা।
রিটকারীদের পক্ষে এটি বিচারপতি জেবিএম হাসানের নেতৃত্বে গঠিত বেঞ্চে উপস্থাপন করেন ব্যারিস্টার তানিয়া আমীর।
তিনি জানান, বৃহস্পতিবার এই রিটের বিষয়ে শুনানি হতে পারে।
প্রসঙ্গত, এর আগে গত সপ্তাহে হাইকোর্টের একটি বেঞ্চ ধানের শীষ প্রতীকে ‘জামায়াতের এই প্রার্থীদের’ মনোনয়নপত্র বৈধতার বিষয়টি তিন কার্যদিবসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন। পরে ইসি তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
এবিষয়ে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ‘ধানের শীষ প্রতীকে জামায়াতের কোনো প্রার্থী নেই। জামায়াত নামের কোনো দলের নিবন্ধন নেই। এরা সবাই ঐক্যফ্রন্টের প্রার্থী।’
উল্লেখ্য, হাইকোর্টের একটি বেঞ্চ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে। বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম এই শরিক দলটি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে ২৫টি আসনে লড়ছে। কয়েকজন জামায়াত নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলাদা প্রতীক নিয়েও লড়ছেন।