মানবতাবিরোধী অপরাধ
নেত্রকোনার পাঁচ আসামির রায় বৃহস্পতিবার
নিজস্ব প্রতিবেদক | ২৭ মার্চ, ২০১৯ ১৪:০৯
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার শেখ মো. আব্দুল মজিদসহ পাঁচ রাজাকারের বিরুদ্ধে বৃহস্পতিবার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মামলার বিচারিক কার্যক্রমের সব শেষ ধাপ যুক্তি উপস্থাপন শেষে গত ২৮ জানুয়ারি মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল।
আসামিদের বিরুদ্ধে একাত্তরে হত্যা, গণহত্যা, আটক ও নির্যাতনের মতো সাতটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
অপর চার আসামি হলেন- মো. আব্দুল খালেক তালুকদার, মো. কবির খান, আব্দুস সালাম বেগ ও নুরউদ্দিন। সবাই বর্তমানে পলাতক রয়েছেন। এ মামলায় সাতজনকে আসামি করা হলেও বিচার শুরু হবার আগে দুই আসামি কারাগারে অসুস্থ হয়ে মারা যান।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২৭ মার্চ, ২০১৯ ১৪:০৯

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার শেখ মো. আব্দুল মজিদসহ পাঁচ রাজাকারের বিরুদ্ধে বৃহস্পতিবার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মামলার বিচারিক কার্যক্রমের সব শেষ ধাপ যুক্তি উপস্থাপন শেষে গত ২৮ জানুয়ারি মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল।
আসামিদের বিরুদ্ধে একাত্তরে হত্যা, গণহত্যা, আটক ও নির্যাতনের মতো সাতটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
অপর চার আসামি হলেন- মো. আব্দুল খালেক তালুকদার, মো. কবির খান, আব্দুস সালাম বেগ ও নুরউদ্দিন। সবাই বর্তমানে পলাতক রয়েছেন। এ মামলায় সাতজনকে আসামি করা হলেও বিচার শুরু হবার আগে দুই আসামি কারাগারে অসুস্থ হয়ে মারা যান।
শেয়ার করুন