ডেঙ্গু রোধে ব্যর্থতা তদন্তের নির্দেশ হাইকোর্টের
নিজস্ব প্রতিবেদক | ১২ নভেম্বর, ২০১৯ ১৩:০৫
ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে ব্যর্থতায় কারা দায়ী তা জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।
ঢাকার জেলা জজ ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একজন যুগ্ম-সচিব পদমর্যাদার নিচে নয় এমন কর্মকর্তাকে এ দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে।
আগামী ১৫ জানুয়ারির হাইকোর্টে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে হবে।
চলতি বছর রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ব্যাপক বিস্তার নিয়ে এর আগে দেওয়া আদেশ ও রুলের ওপর ধারাবাহিক শুনানির অংশ হিসেবে আজ এ আদেশ আসে।
প্রসঙ্গত, চলতি বছর এডিস মশা ও ডেঙ্গু জ্বরের প্রকোপ ভয়াবহ আকারে পৌঁছায়। সরকারি হিসেবে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১১২ জনের মৃত্যুর খবর জানানো হয়েছে। আর এখন পর্যন্ত ৯৭ হাজার ১৯৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে বলে সরকারি তথ্যে জানানো হয়েছে।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ১২ নভেম্বর, ২০১৯ ১৩:০৫

ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে ব্যর্থতায় কারা দায়ী তা জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।
ঢাকার জেলা জজ ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একজন যুগ্ম-সচিব পদমর্যাদার নিচে নয় এমন কর্মকর্তাকে এ দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে।
আগামী ১৫ জানুয়ারির হাইকোর্টে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে হবে।
চলতি বছর রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ব্যাপক বিস্তার নিয়ে এর আগে দেওয়া আদেশ ও রুলের ওপর ধারাবাহিক শুনানির অংশ হিসেবে আজ এ আদেশ আসে।
প্রসঙ্গত, চলতি বছর এডিস মশা ও ডেঙ্গু জ্বরের প্রকোপ ভয়াবহ আকারে পৌঁছায়। সরকারি হিসেবে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১১২ জনের মৃত্যুর খবর জানানো হয়েছে। আর এখন পর্যন্ত ৯৭ হাজার ১৯৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে বলে সরকারি তথ্যে জানানো হয়েছে।