অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী
নিজস্ব প্রতিবেদক | ২৪ জানুয়ারি, ২০২১ ১৯:৩২
সাড়ে তিন মাস শূন্য থাকার পর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী। তারা হলেন শেখ মোহাম্মদ মোরশেদ ও মেহেদী হাসান চৌধুরী।
রবিবার আইন মন্ত্রণালয় থেকে তাদের নিয়োগ দেওয়া হয় বলে সাংবাদিকদের নিশ্চিত করেন মন্ত্রণালয়ের সলিসিটার রুনা নাহিদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ দুজনকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিয়েছেন। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
২০০৯ সাল থেকে অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসা মাহবুবে আলম করোনাভাইরাস সৃষ্ট রোগ কোভিড- ১৯ এ আক্রান্ত হয়ে গত বছরের ২৭ সেপ্টেম্বর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর ৮ অক্টোবর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম আমিন উদ্দিনকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয় সরকার। ১১ অক্টোবর তার শপথের দিনে পদত্যাগ করেন দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মোমতাজ উদ্দিন ফকির। সেই থেকে এ দুটি পদ শূন্য ছিল।
এর আগে গত বছরের ১ সেপ্টেম্বর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম মুনীর। নতুন দুজনসহ বর্তমানে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন মোট তিনজন।
এ ছাড়া ৬৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৫১ জন সহকারী অ্যাটর্নি জেনারেলসহ উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করতে মোট ২২২ জন আইন কর্মকর্তা রয়েছেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৪ জানুয়ারি, ২০২১ ১৯:৩২

সাড়ে তিন মাস শূন্য থাকার পর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী। তারা হলেন শেখ মোহাম্মদ মোরশেদ ও মেহেদী হাসান চৌধুরী।
রবিবার আইন মন্ত্রণালয় থেকে তাদের নিয়োগ দেওয়া হয় বলে সাংবাদিকদের নিশ্চিত করেন মন্ত্রণালয়ের সলিসিটার রুনা নাহিদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ দুজনকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিয়েছেন। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
২০০৯ সাল থেকে অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসা মাহবুবে আলম করোনাভাইরাস সৃষ্ট রোগ কোভিড- ১৯ এ আক্রান্ত হয়ে গত বছরের ২৭ সেপ্টেম্বর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর ৮ অক্টোবর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম আমিন উদ্দিনকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয় সরকার। ১১ অক্টোবর তার শপথের দিনে পদত্যাগ করেন দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মোমতাজ উদ্দিন ফকির। সেই থেকে এ দুটি পদ শূন্য ছিল।
এর আগে গত বছরের ১ সেপ্টেম্বর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম মুনীর। নতুন দুজনসহ বর্তমানে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন মোট তিনজন।
এ ছাড়া ৬৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৫১ জন সহকারী অ্যাটর্নি জেনারেলসহ উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করতে মোট ২২২ জন আইন কর্মকর্তা রয়েছেন।