অপহরণের পর মুক্তিপণ দাবি: আটজনের ১৫ বছর কারাদণ্ড
আদালত প্রতিবেদক | ২৫ জানুয়ারি, ২০২১ ২০:৩৪
রাজধানীতে অপহরণের পর মুক্তিপণ দাবি করার ঘটনায় করা এক মামলায় আটজনকে দণ্ড দিয়েছেন বিচারিক আদালত।
সোমবার ঢাকার ৭ম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখারের আদালত এই রায় ঘোষণা করেন।
রায়ে আটজনের মোট ১৫ বছর করে কারাদণ্ডের আদেশ দেয়া হয়। দোষী সাব্যস্ত না হওয়ায় আসামি সাজ্জাদ হোসেনকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
রায়ে বলা বলা হয়, দণ্ডবিধির ৩৬৪ ধারায় আট আসামিকে দোষী সাব্যস্ত করে ১০ বছর এবং ৩৮৫ ধারায় ৫ বছর কারাদণ্ড দেয়া হয়। তবে দুটি সাজা একসঙ্গে চলবে।
বংশালের ইমরান নামের একজনকে অপহরণের পর তিন কোটি টাকা মুক্তিপণ দাবির ঘটনায় করা মামলায় এই দণ্ডাদেশ দেয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. জুয়েল মিয়া, মো. বাপ্পি, তানজিদ শিকদার ওরফে প্রান্ত, সাঈদ হোসেন হোসেন ওরফে রনি, মো. আব্দুল্লাহ রাহিম ওরফে সবুজ, নুরুল ইসলাম ওরফে রবিন, মো. ইমরান হোসেন ও মো. গোলাম হোসেন ওরফে রাকিব।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
আদালত প্রতিবেদক | ২৫ জানুয়ারি, ২০২১ ২০:৩৪

রাজধানীতে অপহরণের পর মুক্তিপণ দাবি করার ঘটনায় করা এক মামলায় আটজনকে দণ্ড দিয়েছেন বিচারিক আদালত।
সোমবার ঢাকার ৭ম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখারের আদালত এই রায় ঘোষণা করেন।
রায়ে আটজনের মোট ১৫ বছর করে কারাদণ্ডের আদেশ দেয়া হয়। দোষী সাব্যস্ত না হওয়ায় আসামি সাজ্জাদ হোসেনকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
রায়ে বলা বলা হয়, দণ্ডবিধির ৩৬৪ ধারায় আট আসামিকে দোষী সাব্যস্ত করে ১০ বছর এবং ৩৮৫ ধারায় ৫ বছর কারাদণ্ড দেয়া হয়। তবে দুটি সাজা একসঙ্গে চলবে।
বংশালের ইমরান নামের একজনকে অপহরণের পর তিন কোটি টাকা মুক্তিপণ দাবির ঘটনায় করা মামলায় এই দণ্ডাদেশ দেয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. জুয়েল মিয়া, মো. বাপ্পি, তানজিদ শিকদার ওরফে প্রান্ত, সাঈদ হোসেন হোসেন ওরফে রনি, মো. আব্দুল্লাহ রাহিম ওরফে সবুজ, নুরুল ইসলাম ওরফে রবিন, মো. ইমরান হোসেন ও মো. গোলাম হোসেন ওরফে রাকিব।
শেয়ার করুন