সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের ৪৭ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক | ১ মার্চ, ২০২১ ১৩:৪৪
রবিবার দুপুরে সংঘর্ষের ঘটনা ঘটে
ছাত্রদলের ৪৭ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি এবং কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে সমাবেশকে কেন্দ্র করে রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষ ঘটে।
এ দিন রাতেই শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন-অর-রশীদ সংবাদমাধ্যমকে বলেন, আসামিদের বিরুদ্ধে পুলিশকে মারধর, সরকারি কাজে বাধা, ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে।
এজাহারে ৪৭ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে, অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনের কথা উল্লেখ হয়েছে। তাদের মধ্যে ১২ জন গ্রেপ্তার আছে। তাদের আজ আদালতে পাঠানো হবে।
ডিজিটাল নিরাপত্তা আইনে বন্দি মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় ছাত্রদলের নেতা-কর্মীরা রবিবার সমাবেশ করতে যায় প্রেসক্লাবের সামনে। পুলিশ জানায়, এ কর্মসূচির জন্য তাদের অনুমতি নেওয়া হয়নি। এরপর পুলিশ বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১ মার্চ, ২০২১ ১৩:৪৪

ছাত্রদলের ৪৭ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি এবং কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে সমাবেশকে কেন্দ্র করে রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষ ঘটে।
এ দিন রাতেই শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন-অর-রশীদ সংবাদমাধ্যমকে বলেন, আসামিদের বিরুদ্ধে পুলিশকে মারধর, সরকারি কাজে বাধা, ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে।
এজাহারে ৪৭ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে, অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনের কথা উল্লেখ হয়েছে। তাদের মধ্যে ১২ জন গ্রেপ্তার আছে। তাদের আজ আদালতে পাঠানো হবে।
ডিজিটাল নিরাপত্তা আইনে বন্দি মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় ছাত্রদলের নেতা-কর্মীরা রবিবার সমাবেশ করতে যায় প্রেসক্লাবের সামনে। পুলিশ জানায়, এ কর্মসূচির জন্য তাদের অনুমতি নেওয়া হয়নি। এরপর পুলিশ বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে।