জামিন না দেয়ায় আদালত চত্বরে বিক্ষোভ, আরও ৭ বাম ছাত্রনেতা আটক
নিজস্ব প্রতিবেদক | ৩ মার্চ, ২০২১ ১৬:৩২
কারাবন্দী অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে রাজধানীর শাহবাগ এলাকায় মশাল মিছিল থেকে গ্রেপ্তার সাতজনের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার দুপুরে মহানগর হাকিম আবু সাঈদ জামিন নামঞ্জুর করে আদেশ দেন। জামিন নামঞ্জুর করায় আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শন করায় আরও ৭ বাম ছাত্রনেতাকে আটক করেছে পুলিশ।
ছাত্র ইউনিয়নের সহকারী সাধারণ সম্পাদক খাইরুল হাসান জাহিন দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। আদালত চত্বর থেকে আটক ৭ জন হলেন- ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দীপক শীলসহ, স্কুলছাত্র বিষয়ক সম্পাদক প্রীতম ফকির, কোষাধ্যক্ষ শামীম হোসেন, সাংস্কৃতিক সম্পাদক আসমানি আশা, শরীয়তপুর জেলা সংসদের সভাপতি সাইফ রুদাদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সম্পাদক শাহ সাকিব সোবহান, মহানগর সংসদের সদস্য প্রীজম ফকির।
কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাম ছাত্র সংগঠনগুলো মশাল মিছিল বের করে। সংগঠনগুলোর নেতা–কর্মীরা জানান, মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু করে শাহবাগ এলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। এতে অন্তত ১৫ জন মিছিলকারী আহত হন।
এর এক দিন পর ২৭ ফেব্রুয়ারি সকালে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. মিন্টু মিয়া বাদী হয়ে দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৯, ১৮৬, ৩৩২, ৩৩৩, ৩৫৩, ৩০৭, ৪২৭ ও ১০৯ ধারায় মামলাটি দায়ের করেন।
এজাহারে উল্লেখ করা হয়, লেখক মুশতাক আহমেদের মৃত্যুকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যায় মো. তামজিদ হায়দার (২২), নজির আামির চৌধুরী জয় (২৭), এ এস এম তানজিমুর রহমান (২২), মো. আকিফ আহম্মেদ (২২), মো. আরাফাত সাদ (২৪), নাফিজা জান্নাত (২৪) ও জয়তী চক্রবর্তীর (২৩) নেতৃত্বে এক থেকে দেড় শ উগ্র দুষ্কৃতিকারী মশাল মিছিল নিয়ে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে রাস্তায় যান চলাচল বন্ধ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শাহবাগ মোড়ের উদ্দেশে রওনা হয়।
পুলিশ তাদের ফিরে যাওয়ার অনুরোধ জানালে মিছিলকারীরা মশাল দিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ সদস্য আলামিনের বুলেট প্রুফ জ্যাকেটে আগুন ধরে যায়। এ ছাড়া, পুলিশ পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সরদার, উপপরিদর্শক (এসআই) রোকন উদ্দিন, নিশাত, তোহা ইসলাম, দেলোয়ার, ফরহাদ, হাসানা, শিপন, মো. নুরুজ্জামান, পুষ্প তাজ আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ তিন রাউন্ড গ্যাস শেল নিক্ষেপ করে। ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করা হয়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৩ মার্চ, ২০২১ ১৬:৩২

কারাবন্দী অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে রাজধানীর শাহবাগ এলাকায় মশাল মিছিল থেকে গ্রেপ্তার সাতজনের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার দুপুরে মহানগর হাকিম আবু সাঈদ জামিন নামঞ্জুর করে আদেশ দেন। জামিন নামঞ্জুর করায় আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শন করায় আরও ৭ বাম ছাত্রনেতাকে আটক করেছে পুলিশ।
ছাত্র ইউনিয়নের সহকারী সাধারণ সম্পাদক খাইরুল হাসান জাহিন দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। আদালত চত্বর থেকে আটক ৭ জন হলেন- ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দীপক শীলসহ, স্কুলছাত্র বিষয়ক সম্পাদক প্রীতম ফকির, কোষাধ্যক্ষ শামীম হোসেন, সাংস্কৃতিক সম্পাদক আসমানি আশা, শরীয়তপুর জেলা সংসদের সভাপতি সাইফ রুদাদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সম্পাদক শাহ সাকিব সোবহান, মহানগর সংসদের সদস্য প্রীজম ফকির।
কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাম ছাত্র সংগঠনগুলো মশাল মিছিল বের করে। সংগঠনগুলোর নেতা–কর্মীরা জানান, মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু করে শাহবাগ এলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। এতে অন্তত ১৫ জন মিছিলকারী আহত হন।
এর এক দিন পর ২৭ ফেব্রুয়ারি সকালে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. মিন্টু মিয়া বাদী হয়ে দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৯, ১৮৬, ৩৩২, ৩৩৩, ৩৫৩, ৩০৭, ৪২৭ ও ১০৯ ধারায় মামলাটি দায়ের করেন।
এজাহারে উল্লেখ করা হয়, লেখক মুশতাক আহমেদের মৃত্যুকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যায় মো. তামজিদ হায়দার (২২), নজির আামির চৌধুরী জয় (২৭), এ এস এম তানজিমুর রহমান (২২), মো. আকিফ আহম্মেদ (২২), মো. আরাফাত সাদ (২৪), নাফিজা জান্নাত (২৪) ও জয়তী চক্রবর্তীর (২৩) নেতৃত্বে এক থেকে দেড় শ উগ্র দুষ্কৃতিকারী মশাল মিছিল নিয়ে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে রাস্তায় যান চলাচল বন্ধ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শাহবাগ মোড়ের উদ্দেশে রওনা হয়।
পুলিশ তাদের ফিরে যাওয়ার অনুরোধ জানালে মিছিলকারীরা মশাল দিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ সদস্য আলামিনের বুলেট প্রুফ জ্যাকেটে আগুন ধরে যায়। এ ছাড়া, পুলিশ পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সরদার, উপপরিদর্শক (এসআই) রোকন উদ্দিন, নিশাত, তোহা ইসলাম, দেলোয়ার, ফরহাদ, হাসানা, শিপন, মো. নুরুজ্জামান, পুষ্প তাজ আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ তিন রাউন্ড গ্যাস শেল নিক্ষেপ করে। ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করা হয়।