কারাগারে ‘বৈদ্যুতিক শক দিয়ে নির্যাতন’: রূপমের জামিন
চট্টগ্রাম ব্যুরো | ৩ মার্চ, ২০২১ ১৬:৫০
চট্টগ্রাম কারাগারে বৈদ্যুতিক শক ও বিষাক্ত ইনজেকশন দিয়ে নির্যাতনের অভিযোগ ওঠা সেই বন্দী রূপম কান্তি নাথের জামিন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত তার জামিন মঞ্জুর করেন বলে নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী ভুলন লাল ভৌমিক।
তিনি বলেন, বন্দী রূপমকে আদালত শুনানি শেষে বুধবার জামিন মঞ্জুর করেছেন।
এর আগে সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ আদালতে এ বিষয়ে রূপমকে নির্যাতনের অভিযোগ করেন ভুক্তভোগীর স্ত্রী ঝর্ণা রাণী দেবনাথ। ঘটনায় জেল সুপার, জেলার ও কারা হাসপাতালের সার্জনসহ চারজনকে অভিযুক্ত করা হয়। নির্যাতন করে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয় মামলায়। মঙ্গলবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক হোসাইন মোহাম্মদ রেজার আদালত মামলাটি ২০১ ধারা মোতাবেক যথাযথ আদালতে দাখিল করার নির্দেশ দেন।
মামলায় বিবাদী করা হয়েছে, সাতকানিয়া উপজেলা কালিয়াইশ ইউনিয়নের রতন ভট্টাচার্য, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেল সুপার, জেলার ও জেলখানার কর্তব্যরত এক সহকারী সার্জনকে।
উল্লেখ্য, ২০২০ সালের ১৫ ডিসেম্বর রতন ভট্টাচার্যের করা একটি প্রতারণা মামলায় গ্রেপ্তার হন রূপম কান্তি নাথ। গত ২৫ ফেব্রুয়ারি তাকে গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের সদস্যদের রূপম জানিয়েছেন, তাকে বৈদ্যুতিক শক ও বিষাক্ত ইনজেকশন দিয়ে হত্যার চেষ্টা করা হয়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
চট্টগ্রাম ব্যুরো | ৩ মার্চ, ২০২১ ১৬:৫০

চট্টগ্রাম কারাগারে বৈদ্যুতিক শক ও বিষাক্ত ইনজেকশন দিয়ে নির্যাতনের অভিযোগ ওঠা সেই বন্দী রূপম কান্তি নাথের জামিন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত তার জামিন মঞ্জুর করেন বলে নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী ভুলন লাল ভৌমিক।
তিনি বলেন, বন্দী রূপমকে আদালত শুনানি শেষে বুধবার জামিন মঞ্জুর করেছেন।
এর আগে সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ আদালতে এ বিষয়ে রূপমকে নির্যাতনের অভিযোগ করেন ভুক্তভোগীর স্ত্রী ঝর্ণা রাণী দেবনাথ। ঘটনায় জেল সুপার, জেলার ও কারা হাসপাতালের সার্জনসহ চারজনকে অভিযুক্ত করা হয়। নির্যাতন করে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয় মামলায়। মঙ্গলবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক হোসাইন মোহাম্মদ রেজার আদালত মামলাটি ২০১ ধারা মোতাবেক যথাযথ আদালতে দাখিল করার নির্দেশ দেন।
মামলায় বিবাদী করা হয়েছে, সাতকানিয়া উপজেলা কালিয়াইশ ইউনিয়নের রতন ভট্টাচার্য, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেল সুপার, জেলার ও জেলখানার কর্তব্যরত এক সহকারী সার্জনকে।
উল্লেখ্য, ২০২০ সালের ১৫ ডিসেম্বর রতন ভট্টাচার্যের করা একটি প্রতারণা মামলায় গ্রেপ্তার হন রূপম কান্তি নাথ। গত ২৫ ফেব্রুয়ারি তাকে গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের সদস্যদের রূপম জানিয়েছেন, তাকে বৈদ্যুতিক শক ও বিষাক্ত ইনজেকশন দিয়ে হত্যার চেষ্টা করা হয়।