মুরাদ হাসানের সংসদ সদস্য পদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
নিজস্ব প্রতিবেদক | ৮ ডিসেম্বর, ২০২১ ১৯:০১
বিতর্কিত মন্তব্য করে প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসানের জাতীয় সংসদ সদস্য পদের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হাইকোর্টে একটি রিট আবেদন করেছেন।
বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুস আলী আকন্দ জনস্বার্থ মামলা হিসেবে এই আবেদনটি হাইকোর্টে জমা দেন।
আবেদনে তিনি বলেছেন, মুরাদ হাসান কিছু মানুষকে নিয়ে অবমাননাকর মন্তব্য করে সংসদ সদস্য হিসেবে তার শপথ লঙ্ঘন করেছেন।
আবেদনে এই আইনজীবী অবমাননাকর মন্তব্যের বিচারবিভাগীয় তদন্তের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিতে হাইকোর্টের কাছে অনুরোধ করেছেন।
ইউনুস আলী আকন্দ গণমাধ্যমকে বলেন, ‘আগামী রোববার হাইকোর্টে এই পিটিশনের শুনানি হতে পারে।’
এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যম এবং অনলাইন প্ল্যাটফর্মে মুরাদ হাসানের অবমাননাকর মন্তব্য ছড়িয়ে পড়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে পদত্যাগের নির্দেশ দেন। পরে মুরাদ হাসান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন মুরাদ হাসান।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৮ ডিসেম্বর, ২০২১ ১৯:০১

বিতর্কিত মন্তব্য করে প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসানের জাতীয় সংসদ সদস্য পদের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হাইকোর্টে একটি রিট আবেদন করেছেন।
বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুস আলী আকন্দ জনস্বার্থ মামলা হিসেবে এই আবেদনটি হাইকোর্টে জমা দেন।
আবেদনে তিনি বলেছেন, মুরাদ হাসান কিছু মানুষকে নিয়ে অবমাননাকর মন্তব্য করে সংসদ সদস্য হিসেবে তার শপথ লঙ্ঘন করেছেন।
আবেদনে এই আইনজীবী অবমাননাকর মন্তব্যের বিচারবিভাগীয় তদন্তের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিতে হাইকোর্টের কাছে অনুরোধ করেছেন।
ইউনুস আলী আকন্দ গণমাধ্যমকে বলেন, ‘আগামী রোববার হাইকোর্টে এই পিটিশনের শুনানি হতে পারে।’
এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যম এবং অনলাইন প্ল্যাটফর্মে মুরাদ হাসানের অবমাননাকর মন্তব্য ছড়িয়ে পড়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে পদত্যাগের নির্দেশ দেন। পরে মুরাদ হাসান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন মুরাদ হাসান।