আলোকচিত্রী শহিদুল আলমের মামলার আপিল শুনানি হবে সুপ্রিম কোর্টে
নিজস্ব প্রতিবেদক | ১০ জানুয়ারি, ২০২২ ১৭:১৬
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলার বৈধতা চ্যালেঞ্জ করে আলোকচিত্রী শহিদুল আলমের রিট আবেদন খারিজ করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হবে।
গত বছরের ১৪ ডিসেম্বর হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে সোমবার শহিদুল আলমকে আগামী ৪ সপ্তাহের মধ্যে লিভ টু আপিল করতে বলেছেন সর্বোচ্চ আদালত।
শহিদুল আলমের বিরুদ্ধে মামলার তদন্ত স্থগিত চেয়ে তার পক্ষে আইনজীবী সারা হোসেনের করা আবেদনের শুনানিকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।
সেসময় রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
২০১৯ সালের ৩ মার্চ শহিদুল আলম মামলার বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট আবেদন করেন, যেখানে তাকে ১০৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১০ জানুয়ারি, ২০২২ ১৭:১৬
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলার বৈধতা চ্যালেঞ্জ করে আলোকচিত্রী শহিদুল আলমের রিট আবেদন খারিজ করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হবে।
গত বছরের ১৪ ডিসেম্বর হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে সোমবার শহিদুল আলমকে আগামী ৪ সপ্তাহের মধ্যে লিভ টু আপিল করতে বলেছেন সর্বোচ্চ আদালত।
শহিদুল আলমের বিরুদ্ধে মামলার তদন্ত স্থগিত চেয়ে তার পক্ষে আইনজীবী সারা হোসেনের করা আবেদনের শুনানিকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।
সেসময় রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
২০১৯ সালের ৩ মার্চ শহিদুল আলম মামলার বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট আবেদন করেন, যেখানে তাকে ১০৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
শেয়ার করুন