খালেদা জিয়ার উপদেষ্টা ড. তাজমেরী কারাগারে
অনলাইন ডেস্ক | ১৪ জানুয়ারি, ২০২২ ০৯:১৩
তাজমেরী এস ইসলাম
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. তাজমেরী এস ইসলামকে নাশকতার একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়।
বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের একটি বাসা থেকে তাজমেরীকে গ্রেপ্তার করা হয়।
এ দিন রাতে উত্তরা পশ্চিম থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) মাহমুদ হাসান সংবাদমাধ্যমকে বলেন, ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর মারপিটসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় করা মামলায় তাজমেরী এস ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
ওই মামলায় বৃহস্পতিবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠানো হয়। আদালত জামিন না মঞ্জুর করে তাজমেরী এস ইসলামকে গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠান।
একই মামলার প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
তাজমেরী মরহুম সংসদ সদস্য সিরাজুল হক তালুকদারের মেয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের বার বার নির্বাচিত ডিন, রোকেয়া হলের সাবেক প্রভোস্ট, রসায়ন বিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান এবং বিএনপিপন্থী শিক্ষক সংগঠন সাদা দলের আহ্বায়ক।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৪ জানুয়ারি, ২০২২ ০৯:১৩

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. তাজমেরী এস ইসলামকে নাশকতার একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়।
বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের একটি বাসা থেকে তাজমেরীকে গ্রেপ্তার করা হয়।
এ দিন রাতে উত্তরা পশ্চিম থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) মাহমুদ হাসান সংবাদমাধ্যমকে বলেন, ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর মারপিটসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় করা মামলায় তাজমেরী এস ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
ওই মামলায় বৃহস্পতিবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠানো হয়। আদালত জামিন না মঞ্জুর করে তাজমেরী এস ইসলামকে গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠান।
একই মামলার প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
তাজমেরী মরহুম সংসদ সদস্য সিরাজুল হক তালুকদারের মেয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের বার বার নির্বাচিত ডিন, রোকেয়া হলের সাবেক প্রভোস্ট, রসায়ন বিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান এবং বিএনপিপন্থী শিক্ষক সংগঠন সাদা দলের আহ্বায়ক।