ফেসবুকে নির্বাচনী ‘গুজব’ ছড়ানোয় নারীসহ গ্রেপ্তার ২
নিজস্ব প্রতিবেদক | ২৫ ডিসেম্বর, ২০১৮ ১৯:৪৬
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় গুজব, মিথ্যা, বানোয়াট খবর ছড়ানোর অভিযোগে নারীসহ দু’জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
তারা হলো, মুক্তা চৌধুরী ওরফে মনি চৌধুরী ওরফে উষা মুক্তা উষা ও মোফাচ্ছেল হোসেন। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগর থানার মুক্তিযোদ্ধা জাদুঘরের কাছ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তবে মুক্তা চৌধুরী নিজেকে বিএনপি কর্মী বলে দাবি করেছে।
র্যাব-২ এর অপারেশনস অফিসার এএসপি মোহাম্মদ সাইফুল মালিক জানান, তারা মোবাইল ফোন ও ইলেক্ট্রনিক ডিভাইসের মাধ্যমে মিথ্যা, অশ্লীল, কুরুচিপূর্ণ, মানহানিকর তথ্য প্রকাশ ও গুজব ছড়ানোর মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন ও দেশের আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটানোর ইন্ধন ও নাশকতার পরিকল্পনা করছিল।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৫ ডিসেম্বর, ২০১৮ ১৯:৪৬

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় গুজব, মিথ্যা, বানোয়াট খবর ছড়ানোর অভিযোগে নারীসহ দু’জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
তারা হলো, মুক্তা চৌধুরী ওরফে মনি চৌধুরী ওরফে উষা মুক্তা উষা ও মোফাচ্ছেল হোসেন। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগর থানার মুক্তিযোদ্ধা জাদুঘরের কাছ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তবে মুক্তা চৌধুরী নিজেকে বিএনপি কর্মী বলে দাবি করেছে।
র্যাব-২ এর অপারেশনস অফিসার এএসপি মোহাম্মদ সাইফুল মালিক জানান, তারা মোবাইল ফোন ও ইলেক্ট্রনিক ডিভাইসের মাধ্যমে মিথ্যা, অশ্লীল, কুরুচিপূর্ণ, মানহানিকর তথ্য প্রকাশ ও গুজব ছড়ানোর মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন ও দেশের আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটানোর ইন্ধন ও নাশকতার পরিকল্পনা করছিল।
শেয়ার করুন