রাজধানীতে রিকশাচালক খুন
নিজস্ব প্রতিবেদক | ১ জানুয়ারি, ২০১৯ ২২:৩৬
রাজধানীর মিরপুরে আতিকুল ইসলাম (২১) নামের এক রিকশা চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোরে মিরপুরের পল্লবীতে তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য পুলিশ লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠায়। আতিকুল সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার বলাই শিমলা গ্রামের মো. ওসমান পরামানিকের ছেলে। মিরপুর ১২ নম্বর সেকশন পল্লবী ডি ব্লকে একটি রিকশার গ্যারেজে থাকতেন তিনি।
আতিকুলের বড় ভাই রাশিদুল জানান, মঙ্গলবার ভোরে তাদের এক পরিচিত ব্যক্তির মাধ্যমে ফোন জানতে পারেন আতিকুলকে কারা যেন ছুরিকাঘাত করেছে। পরে তিনি দ্রুত ঢাকায় এসে পল্লবী থানায় ছোট ভাই আতিকুলের মৃতদেহ দেখতে পান। তবে কে বা কারা তার ভাইকে হত্যা করেছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত চলছে।
ডিউটি অফিসার এএসআই ইমরুল চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, লাশের ময়নাতদন্ত শেষে মামলা করা হবে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১ জানুয়ারি, ২০১৯ ২২:৩৬

রাজধানীর মিরপুরে আতিকুল ইসলাম (২১) নামের এক রিকশা চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোরে মিরপুরের পল্লবীতে তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য পুলিশ লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠায়। আতিকুল সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার বলাই শিমলা গ্রামের মো. ওসমান পরামানিকের ছেলে। মিরপুর ১২ নম্বর সেকশন পল্লবী ডি ব্লকে একটি রিকশার গ্যারেজে থাকতেন তিনি।
আতিকুলের বড় ভাই রাশিদুল জানান, মঙ্গলবার ভোরে তাদের এক পরিচিত ব্যক্তির মাধ্যমে ফোন জানতে পারেন আতিকুলকে কারা যেন ছুরিকাঘাত করেছে। পরে তিনি দ্রুত ঢাকায় এসে পল্লবী থানায় ছোট ভাই আতিকুলের মৃতদেহ দেখতে পান। তবে কে বা কারা তার ভাইকে হত্যা করেছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত চলছে।
ডিউটি অফিসার এএসআই ইমরুল চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, লাশের ময়নাতদন্ত শেষে মামলা করা হবে।