জিনের ভয় দেখিয়ে ধর্ষণ করত এ ইমাম!
নিজস্ব প্রতিবেদক | ২২ জুলাই, ২০১৯ ২০:১৯
ছবি সংগৃহীত।
ইদ্রিস আহম্মদ (৪২) দক্ষিণখানের একটি মসজিদের ইমাম। তিনি স্থানীয় একটি মাদ্রাসায় প্রায় ১৮ বছর ধরে শিক্ষকতাও করে আসছিল। জিনের ভয় দেখিয়ে একাধিক নারী ও কিশোরকে ধর্ষণের অভিযোগে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)।
সোমবার (২২ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সারোয়ার বিন কাশেম।
সারোয়ার বিন কাশেম জানান, তার বিরুদ্ধে চার থেকে পাঁচজন নারী ও ১০ থেকে ১২ কিশোরকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। জিনের ভয় দেখিয়ে ইদ্রিস এসব অপকর্ম করে আসছিল।
তিনি বলেন, ইদ্রিস দীর্ঘদিন ধরে ঝাড়ফুঁক ও তাবিজ-কবজ দেওয়া এবং জিনের ভয় দেখিয়ে নারীদের ধর্ষণ করত। তার মসজিদ ও মাদ্রাসার খাদেম এবং ছাত্রদের জোরপূর্বক ধর্ষণ করতো সে। একইসঙ্গে সে এসব মোবাইলে ধারণ করে রাখতো এবং কাউকে না বলার জন্য জিনের হুমকি দিত।
র্যাবের এই কর্মকর্তা বলেন, ‘ইদ্রিস প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনাগুলো স্বীকার করেছে। তার বিরুদ্ধে দক্ষিণখান থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবারই তাকে আদালতে উপস্থাপন করা হবে।’
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২২ জুলাই, ২০১৯ ২০:১৯

ইদ্রিস আহম্মদ (৪২) দক্ষিণখানের একটি মসজিদের ইমাম। তিনি স্থানীয় একটি মাদ্রাসায় প্রায় ১৮ বছর ধরে শিক্ষকতাও করে আসছিল। জিনের ভয় দেখিয়ে একাধিক নারী ও কিশোরকে ধর্ষণের অভিযোগে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)।
সোমবার (২২ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সারোয়ার বিন কাশেম।
সারোয়ার বিন কাশেম জানান, তার বিরুদ্ধে চার থেকে পাঁচজন নারী ও ১০ থেকে ১২ কিশোরকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। জিনের ভয় দেখিয়ে ইদ্রিস এসব অপকর্ম করে আসছিল।
তিনি বলেন, ইদ্রিস দীর্ঘদিন ধরে ঝাড়ফুঁক ও তাবিজ-কবজ দেওয়া এবং জিনের ভয় দেখিয়ে নারীদের ধর্ষণ করত। তার মসজিদ ও মাদ্রাসার খাদেম এবং ছাত্রদের জোরপূর্বক ধর্ষণ করতো সে। একইসঙ্গে সে এসব মোবাইলে ধারণ করে রাখতো এবং কাউকে না বলার জন্য জিনের হুমকি দিত।
র্যাবের এই কর্মকর্তা বলেন, ‘ইদ্রিস প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনাগুলো স্বীকার করেছে। তার বিরুদ্ধে দক্ষিণখান থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবারই তাকে আদালতে উপস্থাপন করা হবে।’