ইমোতে কল দিয়ে অশ্লীলতা, শিক্ষক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক | ২১ জানুয়ারি, ২০২১ ২২:৪১
বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার মো. আবদুর রহমান হাওলাদার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পিস অ্যান্ড কনফ্লিক্ট বিভাগ থেকে পাস করে বর্তমানে একটি প্রাইমারি স্কুলে শিক্ষকতা করেন। শিক্ষকতার মতো মহৎ পেশায় যুক্ত থাকলেও ইমো আইডির মাধ্যমে নিয়মিত নারীদের উত্ত্যক্ত করতেন তিনি। উত্ত্যক্তের কৌশল হিসাবে ইমোতে ভিডিও কলে আপত্তিকর ছবি দেখাতেন আবদুর রহমান।
এ জন্য বেছে নিতেন ছাত্রজীবনে পরিচয় হওয়া বান্ধবীদের ফোন নাম্বার। উত্ত্যক্তের শিকার এক নারীর করা মামলায় গ্রেপ্তার হয়েছেন আবদুর রহমান।
বুধবার মেহেন্দীগঞ্জে অভিযান পরিচালনা করে আবদুর রহমানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ও স্পেশাল ক্রাইম বিভাগ। এ সময় তার কাছ থেকে মোবাইল উদ্ধার করা হয়।
অভিযানের নেতৃত্ব দেয়া ডিবির ওয়েব বেইজ ক্রাইম ইনভেস্টিগেশন টিমের ইনচার্জ এডিসি আশরাফউল্লাহ বলেন, গত ৯ নভেম্বর রাজধানীর চকবাজার থানায় ভুক্তভোগী এক নারীর ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলার তদন্ত করতে গিয়ে একটি ইমো নাম্বার শনাক্ত করা হয়। পরে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ঢাবি থেকে পড়ালেখা শেষ করে বর্তমানে স্কুলশিক্ষক হিসাবে কর্মরত আছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবদুর রহমান জানিয়েছেন, মোবাইলে ইমো একাউন্ট খুলে ছাত্রজীবনের বান্ধীদের নাম্বারসহ বিভিন্ন ইমো অ্যাকাউন্ট থাকা নারীদের ইমোতে ভিডিও কল দিয়ে নিজের গোপনাঙ্গ দেখিয়ে নানা ধরনের আপত্তিকর শব্দ করতেন তিনি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২১ জানুয়ারি, ২০২১ ২২:৪১

বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার মো. আবদুর রহমান হাওলাদার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পিস অ্যান্ড কনফ্লিক্ট বিভাগ থেকে পাস করে বর্তমানে একটি প্রাইমারি স্কুলে শিক্ষকতা করেন। শিক্ষকতার মতো মহৎ পেশায় যুক্ত থাকলেও ইমো আইডির মাধ্যমে নিয়মিত নারীদের উত্ত্যক্ত করতেন তিনি। উত্ত্যক্তের কৌশল হিসাবে ইমোতে ভিডিও কলে আপত্তিকর ছবি দেখাতেন আবদুর রহমান।
এ জন্য বেছে নিতেন ছাত্রজীবনে পরিচয় হওয়া বান্ধবীদের ফোন নাম্বার। উত্ত্যক্তের শিকার এক নারীর করা মামলায় গ্রেপ্তার হয়েছেন আবদুর রহমান।
বুধবার মেহেন্দীগঞ্জে অভিযান পরিচালনা করে আবদুর রহমানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ও স্পেশাল ক্রাইম বিভাগ। এ সময় তার কাছ থেকে মোবাইল উদ্ধার করা হয়।
অভিযানের নেতৃত্ব দেয়া ডিবির ওয়েব বেইজ ক্রাইম ইনভেস্টিগেশন টিমের ইনচার্জ এডিসি আশরাফউল্লাহ বলেন, গত ৯ নভেম্বর রাজধানীর চকবাজার থানায় ভুক্তভোগী এক নারীর ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলার তদন্ত করতে গিয়ে একটি ইমো নাম্বার শনাক্ত করা হয়। পরে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ঢাবি থেকে পড়ালেখা শেষ করে বর্তমানে স্কুলশিক্ষক হিসাবে কর্মরত আছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবদুর রহমান জানিয়েছেন, মোবাইলে ইমো একাউন্ট খুলে ছাত্রজীবনের বান্ধীদের নাম্বারসহ বিভিন্ন ইমো অ্যাকাউন্ট থাকা নারীদের ইমোতে ভিডিও কল দিয়ে নিজের গোপনাঙ্গ দেখিয়ে নানা ধরনের আপত্তিকর শব্দ করতেন তিনি।