বিলাসবহুল বাড়ি-গাড়ি ‘এসব ডাকাতির মাধ্যমে করেছে’
অনলাইন ডেস্ক | ৪ নভেম্বর, ২০২১ ১৮:২৪
আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ‘বিমান যাত্রীদের’ সোনার গয়না ও টাকা লুটের সঙ্গে জড়িত একটি ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঢাকার মাদারীপুর ও ফরিদপুর থেকে বুধবার রাতে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগ।
বৃহস্পতিবার দুপুরে মিন্টো রোডের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার বলেন এ চক্রের ‘হোতা’ তৈয়ব আলী।
গ্রেপ্তাররা হলেন- তৈয়ব আলী (৪২), মো. মিলন সরদার (৩০), মোছা. রীমা আক্তার হ্যাপি (২৮), মো. মনির হোসেন (৪৩) ও বিপুল দেবনাথ (৪৩)।
এ সময় একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ওয়্যারলেস সেট, একটি হাতকড়া, ২৩ হাজার টাকা ও লুট করা এক কেজি ৩৬৩ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার বলেন, ‘তৈয়বের টার্গেট হলো দুবাই থেকে আগত যাত্রীরা। ভোররাতে দুবাই থেকে বিমান আসার পর টার্গেট ঠিক করার জন্য এই চক্রটি ওত পেতে থাকত। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে টার্গেট ব্যক্তির কাছে সোনা, টাকা ও মূল্যবান সামগ্রী নিয়ে নীরব এলাকায় নামিয়ে দিত।’
কামরাঙ্গীরচর এলাকায় একটি ওয়ার্ডের বিএনপির এক অঙ্গ সংগঠনের নেতা তৈয়বের বিশাল বাড়ি ও গাড়ি রয়েছে জানিয়ে হাফিজ আক্তার বলেন, ‘এসব ডাকাতির মাধ্যমে করেছে।’
তৈয়বের বিরুদ্ধে ডাকাতি, হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলেও জানান এই গোয়েন্দা কর্মকর্তা।
সংবাদ সম্মেলনে জানানো হয় গত ১২ সেপ্টেম্বর ডাকাতির শিকার হওয়া রাসেল ও সাইফুল নামে দুই ব্যক্তির অভিযোগের ভিত্তিতে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ৪ নভেম্বর, ২০২১ ১৮:২৪

আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ‘বিমান যাত্রীদের’ সোনার গয়না ও টাকা লুটের সঙ্গে জড়িত একটি ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঢাকার মাদারীপুর ও ফরিদপুর থেকে বুধবার রাতে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগ।
বৃহস্পতিবার দুপুরে মিন্টো রোডের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার বলেন এ চক্রের ‘হোতা’ তৈয়ব আলী।
গ্রেপ্তাররা হলেন- তৈয়ব আলী (৪২), মো. মিলন সরদার (৩০), মোছা. রীমা আক্তার হ্যাপি (২৮), মো. মনির হোসেন (৪৩) ও বিপুল দেবনাথ (৪৩)।
এ সময় একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ওয়্যারলেস সেট, একটি হাতকড়া, ২৩ হাজার টাকা ও লুট করা এক কেজি ৩৬৩ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার বলেন, ‘তৈয়বের টার্গেট হলো দুবাই থেকে আগত যাত্রীরা। ভোররাতে দুবাই থেকে বিমান আসার পর টার্গেট ঠিক করার জন্য এই চক্রটি ওত পেতে থাকত। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে টার্গেট ব্যক্তির কাছে সোনা, টাকা ও মূল্যবান সামগ্রী নিয়ে নীরব এলাকায় নামিয়ে দিত।’
কামরাঙ্গীরচর এলাকায় একটি ওয়ার্ডের বিএনপির এক অঙ্গ সংগঠনের নেতা তৈয়বের বিশাল বাড়ি ও গাড়ি রয়েছে জানিয়ে হাফিজ আক্তার বলেন, ‘এসব ডাকাতির মাধ্যমে করেছে।’
তৈয়বের বিরুদ্ধে ডাকাতি, হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলেও জানান এই গোয়েন্দা কর্মকর্তা।
সংবাদ সম্মেলনে জানানো হয় গত ১২ সেপ্টেম্বর ডাকাতির শিকার হওয়া রাসেল ও সাইফুল নামে দুই ব্যক্তির অভিযোগের ভিত্তিতে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।