রূপগঞ্জে যমুনা টিভির সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা
নিজস্ব প্রতিবেদক | ২২ জানুয়ারি, ২০২২ ২০:৫৩
রাজধানীর রূপগঞ্জে কাঞ্চন ব্রিজ এলাকায় যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আল আমিন হক অহনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীর নাম আসলাম সরকার।
শনিবার বিকেলে বাণিজ্যমেলা থেকে খবর সংগ্রহ করে ফেরার পথে সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হন তিনি।
হামলার সত্যতা নিশ্চিত করে অহন দেশ রূপান্তরকে বলেন, ‘বাণিজ্যমেলা থেকে খবর সংগ্রহ করে ফেরার রূপগঞ্জ ব্রিজের নিচে তীব্র যানজটের মধ্যে যমুনা টেলিভিশনের গাড়িতে হামলা করে আসলাম সরকার।’
তিনি বলেন, ‘জানতে পেরেছি হামলাকারী একজন সন্ত্রাসী। ভিড়ের মধ্যে গাড়ির সাইড দেওয়া নিয়ে সে হামলা করে। এ সময় আমাকে মেরে রক্তাক্ত করে ও ক্যামেরার ওপরও হামলা করে সে।’
সাংবাদিক অহন আরও বলেন, ‘প্রতিবাদ করলে আরও কয়েকজন সহযোগী ডেকে আনে হামলাকারী আসলাম। পরে সহযোগীরা মিলেও মেরে রক্তাক্ত করে। হামলার ছবি ধারণের সময় কয়েক দফায় হামলা করে ক্যামেরা ও ভিডিও জার্নালিস্টের ওপর।’
হামলার ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা করবেন বলে জানান তিনি।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরাও যমুনা টেলিভিশনের স্টাফদের ওপর বেপরোয়া হামলার কথা জানায়। হামলাকারীর বাবার নাম লোকমান সরকার। তার মোটরসাইকেলের নম্বর ঢাকা মেট্রো ল-৫৫-৪০৫৬।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২২ জানুয়ারি, ২০২২ ২০:৫৩

রাজধানীর রূপগঞ্জে কাঞ্চন ব্রিজ এলাকায় যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আল আমিন হক অহনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীর নাম আসলাম সরকার।
শনিবার বিকেলে বাণিজ্যমেলা থেকে খবর সংগ্রহ করে ফেরার পথে সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হন তিনি।
হামলার সত্যতা নিশ্চিত করে অহন দেশ রূপান্তরকে বলেন, ‘বাণিজ্যমেলা থেকে খবর সংগ্রহ করে ফেরার রূপগঞ্জ ব্রিজের নিচে তীব্র যানজটের মধ্যে যমুনা টেলিভিশনের গাড়িতে হামলা করে আসলাম সরকার।’
তিনি বলেন, ‘জানতে পেরেছি হামলাকারী একজন সন্ত্রাসী। ভিড়ের মধ্যে গাড়ির সাইড দেওয়া নিয়ে সে হামলা করে। এ সময় আমাকে মেরে রক্তাক্ত করে ও ক্যামেরার ওপরও হামলা করে সে।’
সাংবাদিক অহন আরও বলেন, ‘প্রতিবাদ করলে আরও কয়েকজন সহযোগী ডেকে আনে হামলাকারী আসলাম। পরে সহযোগীরা মিলেও মেরে রক্তাক্ত করে। হামলার ছবি ধারণের সময় কয়েক দফায় হামলা করে ক্যামেরা ও ভিডিও জার্নালিস্টের ওপর।’
হামলার ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা করবেন বলে জানান তিনি।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরাও যমুনা টেলিভিশনের স্টাফদের ওপর বেপরোয়া হামলার কথা জানায়। হামলাকারীর বাবার নাম লোকমান সরকার। তার মোটরসাইকেলের নম্বর ঢাকা মেট্রো ল-৫৫-৪০৫৬।