২০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক | ১৪ জুন, ২০২২ ২০:৫৩
রাজধানীর শাহবাগ থানার জরিপ শাহ্ মাজার এলাকা থেকে হেরোইনসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. শাহানুর ইসলাম (৫৮)।
সোমবার (১৩ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে সিটিটিসির ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের ইকোনমিক ক্রাইম অ্যান্ড হিউম্যান ট্র্যাফিকিং টিম।
সিটিটিসির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) তৌহিদুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, রাজশাহীর গোদাগাড়ী থেকে একটি হেরোইনের চালান রাজধানীতে আসছে এমন তথ্য পায় সিটিটিসি। এ তথ্যের ভিত্তিতে শাহবাগ থানার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাসটিক সার্জারি ইনস্টিটিউটের পূর্ব গেটের জরিপ শাহ্ মাজার এলাকা থেকে মাদক কারবারী শাহানুর ইসলামকে হেরোইনসহ আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেছিল শাহানুর। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে দুটি প্যাকেটে ২২০ গ্রাম হেরোইন পাওয়া যায়, যার মূল্য প্রায় ২০ লাখ টাকা।
শাহানুর ইসলাম দীর্ঘদিন দেশের সীমান্তবর্তী জেলা রাজশাহীর গোদাগাড়ী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে হেরোইন সংগ্রহ করে রাজধানী, নারায়ণগঞ্জ, নেত্রকোনাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিল।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১৪ জুন, ২০২২ ২০:৫৩

রাজধানীর শাহবাগ থানার জরিপ শাহ্ মাজার এলাকা থেকে হেরোইনসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. শাহানুর ইসলাম (৫৮)।
সোমবার (১৩ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে সিটিটিসির ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের ইকোনমিক ক্রাইম অ্যান্ড হিউম্যান ট্র্যাফিকিং টিম।
সিটিটিসির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) তৌহিদুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, রাজশাহীর গোদাগাড়ী থেকে একটি হেরোইনের চালান রাজধানীতে আসছে এমন তথ্য পায় সিটিটিসি। এ তথ্যের ভিত্তিতে শাহবাগ থানার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাসটিক সার্জারি ইনস্টিটিউটের পূর্ব গেটের জরিপ শাহ্ মাজার এলাকা থেকে মাদক কারবারী শাহানুর ইসলামকে হেরোইনসহ আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেছিল শাহানুর। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে দুটি প্যাকেটে ২২০ গ্রাম হেরোইন পাওয়া যায়, যার মূল্য প্রায় ২০ লাখ টাকা।
শাহানুর ইসলাম দীর্ঘদিন দেশের সীমান্তবর্তী জেলা রাজশাহীর গোদাগাড়ী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে হেরোইন সংগ্রহ করে রাজধানী, নারায়ণগঞ্জ, নেত্রকোনাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিল।