ভোলায় ৩ দিনের জাতীয় নজরুল সম্মেলন শুরু
ভোলা প্রতিনিধি | ২১ ডিসেম্বর, ২০১৯ ১৩:২২
ফাইল ছবি
নতুন প্রজন্মের মাঝে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যিক ও সাংস্কৃতিক অবদান ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে ভোলায় প্রথমবারের মতো শুরু হয়েছে তিন দিনের জাতীয় নজরুল সম্মেলন।
শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সম্মেলন শুরু হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভাসানী মঞ্চে গিয়ে শেষ হয়। বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক শিল্পীসহ নজরুলের বিভিন্ন বয়সের ভক্তসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেয়।
পরে ভাসানী মঞ্চে বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন সাবেক সচিব এম মোকাম্মেল হক।
এরপর ভাসানী মঞ্চে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিকের সভাপতিত্বে কবি নজরুল ইনস্টিটিউটের অতিরিক্ত সচিব মো. আব্দুর রাজ্জাক, নজরুল সংগীত শিল্পীসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।
নজরুল ইনস্টিটিউটের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এই সম্মেলনের আয়োজন।
এই সম্মেলনে কবি নজরুলের জীবন পরিক্রম বিষয়ক আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনী, প্রতিষ্ঠান পর্যায়ে আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, নজরুল সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তি পরিবেশনা, শুদ্ধ বাণী ও সুরে নজরুল সংগীতের প্রশিক্ষক সৃজন প্রশিক্ষণ কর্মশালার আয়োজন রয়েছে।
অনুষ্ঠানমালায় দেশের খ্যাতিমান কবি-সাহিত্যিকসহ নজরুলপ্রেমীরা অংশ নিচ্ছেন। সম্মেলন শেষ হবে ২৩ ডিসেম্বর (সোমবার)।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
ভোলা প্রতিনিধি | ২১ ডিসেম্বর, ২০১৯ ১৩:২২

নতুন প্রজন্মের মাঝে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যিক ও সাংস্কৃতিক অবদান ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে ভোলায় প্রথমবারের মতো শুরু হয়েছে তিন দিনের জাতীয় নজরুল সম্মেলন।
শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সম্মেলন শুরু হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভাসানী মঞ্চে গিয়ে শেষ হয়। বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক শিল্পীসহ নজরুলের বিভিন্ন বয়সের ভক্তসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেয়।
পরে ভাসানী মঞ্চে বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন সাবেক সচিব এম মোকাম্মেল হক।
এরপর ভাসানী মঞ্চে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিকের সভাপতিত্বে কবি নজরুল ইনস্টিটিউটের অতিরিক্ত সচিব মো. আব্দুর রাজ্জাক, নজরুল সংগীত শিল্পীসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।
নজরুল ইনস্টিটিউটের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এই সম্মেলনের আয়োজন।
এই সম্মেলনে কবি নজরুলের জীবন পরিক্রম বিষয়ক আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনী, প্রতিষ্ঠান পর্যায়ে আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, নজরুল সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তি পরিবেশনা, শুদ্ধ বাণী ও সুরে নজরুল সংগীতের প্রশিক্ষক সৃজন প্রশিক্ষণ কর্মশালার আয়োজন রয়েছে।
অনুষ্ঠানমালায় দেশের খ্যাতিমান কবি-সাহিত্যিকসহ নজরুলপ্রেমীরা অংশ নিচ্ছেন। সম্মেলন শেষ হবে ২৩ ডিসেম্বর (সোমবার)।