ছায়ানটের নতুন উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক | ২ ডিসেম্বর, ২০২০ ১২:৫২
কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুরকে ঘিরে দুটি অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে
১৯৬১ সালে প্রতিষ্ঠাকাল থেকে সংশ্লিষ্ট, দেশে-বিদেশে বসবাসকারী সকল সংগঠক, শিল্পী, শিক্ষক, শিক্ষার্থীকে যুক্ত করার জন্য নতুন উদ্যোগ নিয়েছে ছায়ানট।
প্রাথমিকভাবে কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুরকে ঘিরে দুটি অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে।
রবীন্দ্রনাথকে ঘিরে আয়োজন শুরু হবে ৩ ডিসেম্বর, শিরোনাম দেওয়া হয়েছে ‘জাগ্রত করো, নির্ভয় করো হে’।
এ প্রসঙ্গে ছায়ানটের পক্ষ থেকে বলা হয়, একাধারে চার দিনের আয়োজন। রবীন্দ্রনাথের পূজা, প্রেম, বিচিত্র ও স্বদেশ পর্যায়ের রচনা ঘিরে একেক দিনের অনুষ্ঠান। প্রতিদিনের পরিবেশনা সাজানো হয়েছে গান, পাঠ-আবৃত্তি, নৃত্য ও কথন দিয়ে।
ছায়ানটের ইউটিউব চ্যানেল, ডিজিটাল প্ল্যাটফর্ম ও ফেইসবুক গ্রুপে বাংলাদেশ সময় রাত ৯টায় ৩ থেকে ৬ ডিসেম্বর এই আয়োজন সরাসরি উপভোগ করা যাবে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২ ডিসেম্বর, ২০২০ ১২:৫২

কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুরকে ঘিরে দুটি অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে
১৯৬১ সালে প্রতিষ্ঠাকাল থেকে সংশ্লিষ্ট, দেশে-বিদেশে বসবাসকারী সকল সংগঠক, শিল্পী, শিক্ষক, শিক্ষার্থীকে যুক্ত করার জন্য নতুন উদ্যোগ নিয়েছে ছায়ানট।
প্রাথমিকভাবে কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুরকে ঘিরে দুটি অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে।
রবীন্দ্রনাথকে ঘিরে আয়োজন শুরু হবে ৩ ডিসেম্বর, শিরোনাম দেওয়া হয়েছে ‘জাগ্রত করো, নির্ভয় করো হে’।
এ প্রসঙ্গে ছায়ানটের পক্ষ থেকে বলা হয়, একাধারে চার দিনের আয়োজন। রবীন্দ্রনাথের পূজা, প্রেম, বিচিত্র ও স্বদেশ পর্যায়ের রচনা ঘিরে একেক দিনের অনুষ্ঠান। প্রতিদিনের পরিবেশনা সাজানো হয়েছে গান, পাঠ-আবৃত্তি, নৃত্য ও কথন দিয়ে।
ছায়ানটের ইউটিউব চ্যানেল, ডিজিটাল প্ল্যাটফর্ম ও ফেইসবুক গ্রুপে বাংলাদেশ সময় রাত ৯টায় ৩ থেকে ৬ ডিসেম্বর এই আয়োজন সরাসরি উপভোগ করা যাবে।
শেয়ার করুন