সেলিম আল দীনের প্রয়াণ দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক | ১৪ জানুয়ারি, ২০২১ ২৩:৩৮
নানা আয়োজনে দেশের বিভিন্ন জায়গায় বৃহস্পতিবার পালিত হয়েছে নাট্যাচার্য সেলিম আল দীনের ১৩তম প্রয়াণ দিবস। ২০০৮ সালের ১৪ জানুয়ারি প্রয়াত হন সেলিম আল দীন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সেলিম আল দীনের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। জাবি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ সকালে সেলিম আল দীনের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করে।
জাবি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের পক্ষ থেকে ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবীর এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি ড. সোমা মুমতাজ তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এর আগে অমর একুশ ভাস্কর্য চত্বর থেকে একটি স্মরণযাত্রা সেলিম আল দীনের সমাধিস্থলে গিয়ে শেষ হয়। সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ গ্রাম থিয়েটার, ঢাকা থিয়েটার, সেলিম আল দীন ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স বিভাগ, তালুকনগর থিয়েটার, স্বপ্নদল ঢাকা, সম্মিলিত সাংস্কৃতিক জোট, জাহাঙ্গীরনগর থিয়েটার, বাংলাদেশের পুতুল নাট্য গবেষণা কেন্দ্র, ছাত্র-শিক্ষক কেন্দ্র, নাটক সংসদ, কলমা থিয়েটার, ভোর হোল, শহীদ টিটু থিয়েটারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শিল্পী ও কলাকুশলীরা।
এ ছাড়া নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ সেমিনার, ভার্চুয়াল আলোচনা সভা ও নাটক প্রদর্শনের আয়োজন করে। ঢাকা থিয়েটার, গ্রাম থিয়েটার, স্বপ্নদল প্রথক ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করে।
গাইবান্ধা: সেলিম আল দীন স্মরণে ‘তুমি রবে শ্রদ্ধায় স্মরণে’শীর্ষক এক অনুষ্ঠান গাইবান্ধা স্টেশন রোডের সোহাগ বোর্ডিংয়ের ছাদে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। গাইবান্ধা থিয়েটার ও অন্তরঙ্গ থিয়েটার এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সেলিম আল দীনের ‘সংবাদ কার্টুন’ নাটকের অংশ বিশেষ অভিনয় করেন- সাজু সরকার ও সাগরিকা আক্তার মোনা। সেলিম আল দীন রচিত সংগীত ও সংগীতের ওপর নৃত্য পরিবেশন করেন দোলন, স্মৃতি সরকার, যারিন তাসনিম সুবা, কাজল, ইসরাফিল, মোনা, মুরাদ, সজিব, প্রাপ্তি, তৃষা, তানজিন।
আলোচনা পর্বে বক্তব্য দেন আবু জাফর সাবু, ফারুক শিয়ার চিনু, মোহাম্মদ আমিন, আরিফুল ইসলাম বাবু, শাহনাজ আমিন মুন্নী, সাজু সরকার প্রমুখ। সঞ্চালনা করেন শাহ্ আলম বাবলু। সভাপতিত্ব করেন আলমগীর কবির বাদল।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১৪ জানুয়ারি, ২০২১ ২৩:৩৮

নানা আয়োজনে দেশের বিভিন্ন জায়গায় বৃহস্পতিবার পালিত হয়েছে নাট্যাচার্য সেলিম আল দীনের ১৩তম প্রয়াণ দিবস। ২০০৮ সালের ১৪ জানুয়ারি প্রয়াত হন সেলিম আল দীন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সেলিম আল দীনের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। জাবি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ সকালে সেলিম আল দীনের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করে।
জাবি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের পক্ষ থেকে ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবীর এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি ড. সোমা মুমতাজ তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এর আগে অমর একুশ ভাস্কর্য চত্বর থেকে একটি স্মরণযাত্রা সেলিম আল দীনের সমাধিস্থলে গিয়ে শেষ হয়। সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ গ্রাম থিয়েটার, ঢাকা থিয়েটার, সেলিম আল দীন ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স বিভাগ, তালুকনগর থিয়েটার, স্বপ্নদল ঢাকা, সম্মিলিত সাংস্কৃতিক জোট, জাহাঙ্গীরনগর থিয়েটার, বাংলাদেশের পুতুল নাট্য গবেষণা কেন্দ্র, ছাত্র-শিক্ষক কেন্দ্র, নাটক সংসদ, কলমা থিয়েটার, ভোর হোল, শহীদ টিটু থিয়েটারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শিল্পী ও কলাকুশলীরা।
এ ছাড়া নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ সেমিনার, ভার্চুয়াল আলোচনা সভা ও নাটক প্রদর্শনের আয়োজন করে। ঢাকা থিয়েটার, গ্রাম থিয়েটার, স্বপ্নদল প্রথক ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করে।
গাইবান্ধা: সেলিম আল দীন স্মরণে ‘তুমি রবে শ্রদ্ধায় স্মরণে’শীর্ষক এক অনুষ্ঠান গাইবান্ধা স্টেশন রোডের সোহাগ বোর্ডিংয়ের ছাদে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। গাইবান্ধা থিয়েটার ও অন্তরঙ্গ থিয়েটার এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সেলিম আল দীনের ‘সংবাদ কার্টুন’ নাটকের অংশ বিশেষ অভিনয় করেন- সাজু সরকার ও সাগরিকা আক্তার মোনা। সেলিম আল দীন রচিত সংগীত ও সংগীতের ওপর নৃত্য পরিবেশন করেন দোলন, স্মৃতি সরকার, যারিন তাসনিম সুবা, কাজল, ইসরাফিল, মোনা, মুরাদ, সজিব, প্রাপ্তি, তৃষা, তানজিন।
আলোচনা পর্বে বক্তব্য দেন আবু জাফর সাবু, ফারুক শিয়ার চিনু, মোহাম্মদ আমিন, আরিফুল ইসলাম বাবু, শাহনাজ আমিন মুন্নী, সাজু সরকার প্রমুখ। সঞ্চালনা করেন শাহ্ আলম বাবলু। সভাপতিত্ব করেন আলমগীর কবির বাদল।