করোনায় স্থগিত জাতীয় কবিতা উৎসব
নিজস্ব প্রতিবেদক | ১৭ জানুয়ারি, ২০২১ ১৯:১৮
করোনার কারণে এবারের জাতীয় কবিতা উৎসব স্থগিত করা হয়েছে। বিগত বছরগুলোতে ১ ও ২ ফেব্রুয়ারি মূলত এ উৎসব অনুষ্ঠিত হয়ে আসছিল।
এবার করোনার প্রাদুর্ভাবের কারণে উৎসবটি আয়োজন করা সম্ভব হচ্ছে না বলে রবিবার দেশ রূপান্তরকে জানিয়েছেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি মুহাম্মদ সামাদ।
তিনি বলেন, গত শুক্রবার জাতীয় কবিতা পরিষদের কার্যনির্বাহী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী সময়ে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে উৎসবের তারিখ ও সময় ঘোষিত হবে।
এদিকে রবিবার জাতীয় কবিতা পরিষদের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কবিতা পরিষদের সভাপতি মুহাম্মদ সামাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবি তারিক সুজাতের সঞ্চালনায় কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়, করোনা পরিস্থিতিতে আগামী ১ ও ২ ফেব্রুয়ারি ‘জাতীয় কবিতা উৎসব-২০২১’ অনুষ্ঠিত হচ্ছে না।
সভার শুরুতে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, শিল্পী মুর্তজা বশীর, কবি বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, শিল্পী আজাদ রহমান, অজয় কর, অভিনয়শিল্পী আলী যাকের, সাহিত্যিক আবুল হাসনাত, কথাসাহিত্যিক রাহাত খান, কথাসাহিত্যিক রশীদ হায়দার, কবি আলম তালুকদার, নাট্যকার মান্নান হীরা, কবি হিমেল বরকত, কবি আয়াত আলী পাটওয়ারীসহ শিল্প-সাহিত্য অঙ্গন ছাড়াও বিভিন্ন অঙ্গনের যারা প্রয়াত হয়েছেন তাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১৭ জানুয়ারি, ২০২১ ১৯:১৮

করোনার কারণে এবারের জাতীয় কবিতা উৎসব স্থগিত করা হয়েছে। বিগত বছরগুলোতে ১ ও ২ ফেব্রুয়ারি মূলত এ উৎসব অনুষ্ঠিত হয়ে আসছিল।
এবার করোনার প্রাদুর্ভাবের কারণে উৎসবটি আয়োজন করা সম্ভব হচ্ছে না বলে রবিবার দেশ রূপান্তরকে জানিয়েছেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি মুহাম্মদ সামাদ।
তিনি বলেন, গত শুক্রবার জাতীয় কবিতা পরিষদের কার্যনির্বাহী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী সময়ে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে উৎসবের তারিখ ও সময় ঘোষিত হবে।
এদিকে রবিবার জাতীয় কবিতা পরিষদের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কবিতা পরিষদের সভাপতি মুহাম্মদ সামাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবি তারিক সুজাতের সঞ্চালনায় কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়, করোনা পরিস্থিতিতে আগামী ১ ও ২ ফেব্রুয়ারি ‘জাতীয় কবিতা উৎসব-২০২১’ অনুষ্ঠিত হচ্ছে না।
সভার শুরুতে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, শিল্পী মুর্তজা বশীর, কবি বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, শিল্পী আজাদ রহমান, অজয় কর, অভিনয়শিল্পী আলী যাকের, সাহিত্যিক আবুল হাসনাত, কথাসাহিত্যিক রাহাত খান, কথাসাহিত্যিক রশীদ হায়দার, কবি আলম তালুকদার, নাট্যকার মান্নান হীরা, কবি হিমেল বরকত, কবি আয়াত আলী পাটওয়ারীসহ শিল্প-সাহিত্য অঙ্গন ছাড়াও বিভিন্ন অঙ্গনের যারা প্রয়াত হয়েছেন তাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।