দ্রোহকন্যা খ্যাত থিয়েটার অন্তপ্রাণ ইশরাত নিশাতের নামে এবার চালু হলো নাট্য পুরস্কার। মঙ্গলবার (১০ জানুয়ারি) জাতীয় শিল্পকলা একাডেমিতে এক সংবাদ সম্মেলনে ইশরাত নিশাত নাট্য পুরস্কার-২০২২ এর জন্য মনোনয়ন ঘোষণা করা হয়েছে। থিয়েটারের আট শাখায় প্রতি বছর এ পুরস্কার দেওয়া হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, এই নাট্য পুরস্কার প্রবর্তনে দেশের বরেণ্য নাট্যব্যক্তিত্ব ও গুণীজনদের নিয়ে একটি জাতীয় কমিটি এবং একটি নিরপেক্ষ…১০ জানুয়ারি, ২০২৩ ১৭:১১